ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফিরবেন শিক্ষকতায়

আলিবাবার চেয়ারম্যান পদ ছাড়ছেন জ্যাক মা

প্রকাশিত: ০৬:২২, ৯ সেপ্টেম্বর ২০১৮

আলিবাবার চেয়ারম্যান পদ ছাড়ছেন জ্যাক মা

চীনের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মা আলিবাবার ই-কমার্স সা¤্রাজ্যের নির্বাহী চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। অনলাইন বিপণনে অগ্রদূত খ্যাত প্রতিষ্ঠানটিতে সোমবার এ পালা বদল ঘটতে যাচ্ছে। শীর্ষ নির্বাহীর পদ ছাড়লেও মা আলিবাবার পরিচালনা পরিষদে থাকছেন। শিক্ষকতায় মানবসেবার লক্ষে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। -বিবিসি ১৯৯৯ সালে আলিবাবার যাত্রা শুরুর সময়ই কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন মা, দুই দশকের মধ্যেই এটি বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানিতে পরিণত হয়েছে। আলিবাবার বাজার মূল্য এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি। অনলাইন বিপণন, ক্লাউড কম্পিউটিং ও প্রযুক্তিখাতের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কোম্পানিটির বিনিয়োগ আছে।
×