ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণ সিটির অনেক মাঠ দখল করে নিয়েছে ক্লাব

প্রকাশিত: ০৬:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৮

 ঢাকা দক্ষিণ সিটির অনেক মাঠ দখল করে  নিয়েছে ক্লাব

স্টাফ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশনের মাঠ ক্লাবের অধীনে ব্যবহার করা অবৈধ হলেও দক্ষিণের অনেক খেলার মাঠই চলে গেছে বিভিন্ন ক্লাবের তত্ত্বাবধানে। ক্রীড়া সংগঠকরা বলছেন, সাধারণ মানুষের জন্য মাঠগুলো উন্মুক্ত করার কথা বলা হলেও আদালতের আদেশ অমান্য করে মাঠগুলো কুক্ষিগত করে রাখছে অনেক ক্লাব। মেয়র বলছেন, সিটি কর্পোরেশনের মাঠ দখল বা সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা অবৈধ। ঢাকার দক্ষিণে রয়েছে ৩১টি খেলার মাঠ। কিন্তু সেখানে সাধারণ মানুষের প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রিত। ঢুকতেই গেটে চোখে পড়বে ক্লাবের নিজস্ব সিকিউরিটি গার্ড। মাঠে চলছে ক্লাবের নির্ধারিত কার্যক্রম। মাঠের চারপাশে নানা ব্লকে ঘর তোলা। এলাকার সাধারণ মানুষ আর শিশুদের কাছে এসব মাঠ ‘এলিট শ্রেণীর মাঠ’ হিসেবে পরিচিত। কারণ, মাঠের সীমানায় নির্ধারিত ক্লাবে কোচিং নেয়া সদস্য ছাড়া বাকিরা অপ্রত্যাশিত। তাই রাস্তায় দাঁড়িয়ে শুধু খেলা দেখা ছাড়া কোন উপায় নেই। এছাড়া মাঠের নিয়ন্ত্রণ ক্লাবের দখলে থাকায়, স্থানীয়রা বাধ্য হন উন্মুক্ত স্থান বা অন্য এলাকার পার্ক ব্যবহারে। এভাবেই টিএনটি মাঠ থাকলে ওই এলাকার খেলা চলে যায় ফার্মগেট পার্কে অথবা শের ই বাংলার বাণিজ্য মেলার পরিত্যক্ত কংক্রিটের মাঠে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানালেন, সিটি কর্পোরেশনের মাঠ সাধারণ মানুষের। সেসব মাঠ কোন ক্লাবের ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা অবৈধ। তবে এগুলো উদ্ধারে সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা মেলেনি তার কাছ থেকে। অন্যদিকে, মাঠগুলো ক্লাবের তত্ত্বাবধানের বাইরে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদ ও ক্রীড়া সংগঠকরা।
×