ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কে এ্যান্ড কিউয়ের ইজিএম ১৭ অক্টোবর

প্রকাশিত: ০৫:২৪, ২৯ আগস্ট ২০১৮

কে এ্যান্ড কিউয়ের ইজিএম ১৭ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কে এ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে মাল্টিসোর্সিং লিমিটেডের একীভূতকরণের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর এই ইজিএম অনুষ্ঠিত হবে। রাজধানীর উত্তরায় সুন্দরবন হোটেলে বেলা সাড়ে ১১টায় হবে এই সভা। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। ওই দিন একই স্থানে সকাল সাড়ে ১০টায় ক্রেডিটর্স মিটিংও করবে কোম্পানিটি। এর আগে কে এ্যান্ড কিউ এবং মাল্টিসোর্সিং লিমিটেডের মধ্যকার একীভূতকরণের বিষয়টি অনুমোদন দেয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। কোম্পানি ২টি আবেদনের পরিপ্রেক্ষিতে একীভূতকরণের অনুমোদন দেয় আদালত। কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় সেকশন ২২৮ এবং ২২৯ ধারা অনুযায়ী এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মাল্টিসোর্সিং লিমিটেড একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ২০০৪ সালে এটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। কোম্পানিটি বিভিন্ন প্রকার এসএমএস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিংসহ বিভিন্ন কাজ করে থাকে। এদিকে কে এ্যান্ড কিউ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ২৪ দশমিক ০৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৭২ দশমিক ১০ শতাংশ।
×