ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

২০১৯ সালের নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পাওয়ার আশা মোদির

এনআরসি প্রক্রিয়া শেষ করব

প্রকাশিত: ০৪:২৭, ১৪ আগস্ট ২০১৮

এনআরসি প্রক্রিয়া শেষ করব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন আগামী বছর লোকসভা নির্বাচনে তার দল ২০১৪ সালের চেয়েও বেশি ব্যবধানে জিতবে। তিনি আরও বলেছেন, গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করার উদ্দেশ্য যাই হোক এটি একটি অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এনআরসি প্রক্রিয়া আমরা শেষ করব। টাইমস অব ইন্ডিয়া। মোদি রবিবার ই-মেইলে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় থাকবে বিজেপি। নির্বাচন ঘনিয়ে আসায় ভারতের গণমাধ্যম ও রাজনীতিতে এখন নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়াগুলো তাদের মতো করে জনমত সমীক্ষা শুরু করে দিয়েছে। প্রায় সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী। ব্যতিক্রম নেই ক্ষমতাসীন দল বিজেপিও। বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী মোদি দাবি করেন যে গতবারের তুলনায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি আরও বেশি আসন পেয়ে আবারও দেশ পরিচালনার দায়িত্বে ফিরে আসবে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ চান যে কেন্দ্রে এমন একটা সরকার থাকুক যাদের মধ্যে দৃঢ় সংকল্প আছে। যারা দেশের সাধারণ মানুষকে নিজের পরিবারের মতো দেখবে। তাদের দুঃখ এবং কষ্টে পাশে দাঁড়াবে এবং যারা দেশের হয়ে কাজ করে দেখাবে। মানুষ এরকম একটি সরকার চায়। তাই মানুষ যেমন আমাদের ২০১৪ সালে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। তেমনই এবারও আমাদের অনেক বেশি পরিমাণে ভোট দিয়ে আবার দেশের সরকারের আসনে ফিরিয়ে নিয়ে আসবেন। এবং আমি নিশ্চিত যে আমরা এবার আগের বারের রেকর্ড ভেঙে দেব। মোদি গণপিটুনি দিয়ে মানুষ হত্যার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়েই করা হোক, এটি কখনও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আইন মান্যকারীদের রক্ষা এবং অমান্যকারীদের সাজার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মোদি এনআরসি বা নাগরিক তালিকা নিয়ে বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, ইস্যুটি বিরোধীরা অযথা রাজনীতি করছে। সরকার অসমবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই প্রক্রিয়া আমরা শেষ করব। কেউ যদি আমাদের উন্নয়নকাজে বাধা দেয় তাহলে মানুষ তার জবাব দেবে। অপরদিকে বিরোধীদের মহাজোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি তার উত্তরে বলেন যে, দেশের মাত্র কয়েকটি সুবিধাভোগী দল তাদের নিজেদের রাজনৈতিক সুবিধার্থে এক হয়েছে একে কখনওই ‘মহাগাটবন্ধন’ বলা যায় না।এটা শুধু নিজেদের স্বার্থের জন্য অন্য দলগুলোকে ব্যবহার করছে কিছু স্বার্থলোভী দল। তিনি আরও বলেন ‘ওই সব বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য হবে আগামী নির্বাচনে উন্নয়ন, দ্রুত উন্নয়ন ও সকলের জন্য উন্নয়ন। রাফায়েল চুক্তি নিয়ে মোদি বিরোধীদের উদ্দেশ্য করে বলেলেন যে, এটা দেশের ভালর জন্য একটি সরকারের সঙ্গে অপর একটি সরকারের চুক্তি। এখানে দুর্নীতির কোন জায়গা নেই। শুধু নিজেদের স্বার্থের জন্য কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচার চালাচ্ছে। সাক্ষাতকারে মোদি আগামী মাসে মালদ্বীপে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও মন্তব্য করেন। তিনি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। মালদ্বীপে গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছে। প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন তার রাজনৈতিক প্রতিপক্ষদের ব্যাপকভাবে ধরপাকড় চালিয়েছেন। মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি করেছে বলে মোদি জানান।
×