ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুবেই ভবিষ্যত ঢাকার

প্রকাশিত: ০৭:০১, ১১ আগস্ট ২০১৮

 পুবেই ভবিষ্যত ঢাকার

স্টাফ রিপোর্টার ॥ কয়েক বছর থেকেই পূর্বাচলসহ ঢাকার পূর্ব দিকে আধুনিক নগরের স্বপ্নে বিভোর রাজধানীবাসী। বিশ্বব্যাংক বলছে, পুবেই ভবিষ্যত ঢাকার। ২০৩৫ সাল নাগাদ দেড় হাজার কোটি ডলারের বিনিয়োগেই বদলে যাবে এখানকার চেহারা। বসতি হবে অর্ধকোটি মানুষের। কাজ জুটবে অন্তত ১৮ লাখের। স্থানীয় সরকারমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের এ সুপারিশকে ইতিবাচক হিসেবে নিয়ে এগোতে চায় সরকার। জনবহুল এই শহরে ঠিক কত মানুষের বাস? কত সব সমস্যা, তা কি বলে শেষ করা যায়! কাগজে কলমে এই শহরের সীমানা ১২৬ বর্গকিলোমিটার হলেও, বাস্তবে তা আরও ছাড়িয়ে গেছে অনেক আগেই। উত্তর দক্ষিণে অপরিকল্পিতভাবে বিস্তৃত নগরীর পূর্বদিকে যে বিশাল এলাকা, নগরায়ণে তা কিভাবে কাজে লাগানো যায়, তা জানাতেই বিশ্বব্যাংকের এই আয়োজন। বিশ্বব্যাংক বলছে, ঢাকার পূর্বদিকে ১৫শ’ কোটি ডলার বিনিয়োগ করলে, ২০৩৫ সালের মধ্যে সেখানে ১৮ লাখ মানুষের নতুন কর্মসংস্থান হবে। থাকার ব্যবস্থা হবে ৫০ লাখ মানুষের। রাজধানীবাসীর মাথাপিছু আয় বাড়বে এক হাজার ২০০ ডলার। বর্তমানে যা ৮ হাজার ডলার। অর্থনীতি আর মানুষের জীবনে সমৃদ্ধির এই হিসাব বাস্তবায়নে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। যেগুলো হলো- বন্যা নিয়ন্ত্রণে বালু নদীতে বাঁধ নির্মাণ, একাধিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত আর বিশ্বমানের ব্যবসা কেন্দ্র তৈরি। এসব প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সরকার মন্ত্রী। আগামীর ঢাকার নানা পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
×