ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এই সময়ে সাদিয়া মির্জা

প্রকাশিত: ০৭:৪২, ৫ আগস্ট ২০১৮

এই সময়ে সাদিয়া মির্জা

স্টাফ রিপোর্টার ॥ অভিনয় এবং নৃতশিল্পী ক্যারিয়ারের স্বীকৃতি স্বপ্নরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন এই সময়ের অন্যতম মেধাবী মুখ সাদিয়া মির্জা। সম্প্রতি প্রেসক্লাবে কাগজ কলম পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে ‘স্বপ্নভঙ্গ’ নামে একটি চলচ্চিত্রের শুভ সূচনা করা হয়। সম্মাননা গ্রহণ করা ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সাদিয়া মির্জা। এদিকে অভিনয়শিল্পী অল্প সময়ে নিজের মেধার মাধ্যমে দর্শকদের মন জয় করে মিডিয়া অঙ্গনে আলোচনায় এসেছেন সাদিয়া মির্জা। তার সুনিপুণ অভিনয় দিয়ে ইতোমধ্যে অনেক স্বনামধন্য পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছেন। বিভিন্ন চ্যানেলেও রয়েছে তার ব্যাপক চাহিদা। বিশেষ করে গত ঈদ-উল-ফিতরে চ্যানেল আইতে প্রচার হয় বিশেষ নাটক ‘মেঘে ঢাকা ভালবাসা’। নাটকটি প্রচারের পর পেছনে ফিরে তাকাতে হয়নি আর তাকে। ‘মেঘে ঢাকা ভালবাসা’ নাটকে অসাধারণ অভিনয় করে চলে এসেছেন আলোচনায়। নাটকটি পরিচালনা করেছেন টুলু বিশ্বাস। নাটকে সাদিয়া মির্জার কো আর্টিস্ট ছিলেন সজল ও ঈশানা খান। এরপর শুধু সামনে চলা সাদিয়া মির্জার। একের পর এক কাজ করে যাচ্ছেন ধারাবাহিক, খ- নাটকে ও চলচ্চিত্রে রয়েছে তার সমান পথচলা। সাদিয়া মির্জা অভিনীত অনেক কাজের মধ্যে আলোচিত ও প্রশংসনীয় কাজগুলো হলো- ধারাবাহিক নাটক ‘ভবঘুরে’ পরিচালক-আল হাজেন, কো আর্টিস্ট আনিসুর রহমান মিলন। বাংলা টিভির ঈদের ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘ছন্দে আনন্দে’, যা রোজার ঈদে প্রচার হয়েছে বলে তিনি জানান। ‘অল্প স্বল্প গল্প’, কবির চৌধুরীর পরিচালনা ও পরিকল্পনায় বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘তারকা মেলা’, আহমেদ সাব্বির রোমিওর পরিচালানায় ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে ছন্দে ঈদ আনন্দে’, মাই টিভির ঈদের ৭ দিনব্যাপী অনুষ্ঠান ‘রাজমহল’সহ আরও কিছু অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। ইতোমধ্যে তিনি আসাদুজ্জামান আশু পরিচালিত এবং আব্দুর রহমান রায়হান প্রযোজিত ‘অল্প শিক্ষিত’ নামে ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। এছাড়া ‘অবাধ্য সন্তান’, ‘ওপারে আকাশ’, ‘চারিদিকে অন্ধকার’, ‘সন্ত্রাসী ধরো’, ‘ফাঁসি চাই’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সাদিয়া মির্জা বলেন- বড় পর্দা বা ছোট পর্দা আমি বুঝি না, আমি একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি চাই, সুতরাং অভিনয় দিয়েই আমাকে দর্শকের কাছাকাছি যেতে হবে, তাই আমি চাই ভাল গল্পে গ্রহণযোগ্য চরিত্রে অভিনয় করে দর্শকের ভালবাসা অর্জন করতে। বেঁচে থাকতে চাই কাজের মাধ্যমে হাজার বছর দর্শক হৃদয়ে। সাদিয়া মির্জা সকলের দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান বহুদূর। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×