ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রূপসা বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫০ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রকাশিত: ০৬:৪০, ৩ আগস্ট ২০১৮

রূপসা বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫০ কোটি ডলার দিচ্ছে এডিবি

স্টাফ রিপোর্টার ॥ খুলনায় ৮০০ মেগাওয়াট রূপসা বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারের সঙ্গে এ সংক্রান্ত দুটি চুক্তি সই করেছে সংস্থাটি। এর মধ্যে একটি ঋণ চুক্তি অপরিটি প্রকল্প চুক্তি। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মাহাম্মদ আলকামা সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ। এছাড়া প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আনোয়ার এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মমোহন পারককাশ। এ সময় ইআরডি, এডিবি ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, চার বছর মেয়াদী রুপসা ৮০০ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে ২০২২ সালে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ডলার। এর মধ্যে এডিবি বাংলাদেশ সরকারকে দেবে ৫০ কোটি ডলার (ওসিআর) ঋণ এবং ট্রাস্ট ফান্ড হতে ১৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে। এডিবি ছাড়াও সহ-অর্থায়নকারী হিসাবে আইএসডিবি ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। অবশিষ্ট ৩৩ কোটি ৮৫ লাখ ডলারের সমপরিমাণ অর্থ বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাকে যোগান দিতে হবে। এডিবির দেয়া ওসিআর ঋণ ৫ বছর গ্রেস প্রিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে এবং সুদের হার লাইবর ভিত্তিক। এছাড়া ওসিআর ঋণের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে। অনুষ্ঠানে আলকামা সিদ্দিকী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ধিত বিদ্যুত চাহিদার অনেকটা পূরণ করা সম্ভব হবে। তাছাড়া এটি এমন একটি বিদ্যুত কেন্দ্র হবে যেখানে জ¦ালানি সাশ্রয় করা সম্ভব হবে। মনমোহন পারকাশ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। এ বিদ্যুত কেন্দ্রটি নির্মাণের ফলে বিদ্যুতের বর্ধিত চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। জানা গেছে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এ ঋণের আওতায় নেয়া প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংস্থা হিসাবে দায়িত্ব পালন করবে।
×