ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার অর্থনীতি চাঙ্গা করতে ৫ হাজার কোটি ডলারের ঋণ

প্রকাশিত: ০৬:৪৩, ২ আগস্ট ২০১৮

আর্জেন্টিনার অর্থনীতি চাঙ্গা করতে ৫ হাজার কোটি ডলারের ঋণ

ঋণ হিসেবে ৫ হাজার কোটি মার্কিন ডলারের যথাযথ ব্যবহার হলে এক বছরের মধ্যেই চাঙ্গা হবে আর্জেন্টিনার অর্থনীতি, এমনটাই দাবি আইএমএফের। সংস্থাটি জানায়, ২০১৯ সালের মধ্যে দেশটির মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণও সম্ভব। সেই সঙ্গে উর্ধমুখী হবে জিডিপিও। তবে ঋণের বিরোধিতা করে দেশটির নাগরিকদের অভিযোগ, আইএমএফের কাছে আত্মসমর্পণ করেছে দেশটির সরকার। আর্জেন্টিনার ঝিমিয়ে পড়া অর্থনীতির উন্নয়ন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দেশটিকে ৫ হাজার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে আইএমএফ। সংস্থাটি জানায়, এই অর্থের যথার্থ বিনিয়োগ হলে আর্জেন্টিনার জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে। আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে, এক বছরের মধ্যেই দেশটির জিডিপি উর্ধমুখী হবে। ২০১৯ সালে আর্জেন্টিনার ঝিমিয়ে পড়া অর্থনীতির পুনরুদ্ধার হতে পারে। এর ধারাবাহিকতা থাকবে ২০২০ সালেও। এই সময়ের মধ্যে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। -অর্থনৈতিক রিপোর্টার
×