ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে আবার দন্ত চিকিৎসক আটক ॥ র‌্যাবের দাবি ভুয়া

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ জুলাই ২০১৮

  শেরপুরে আবার দন্ত  চিকিৎসক আটক ॥  র‌্যাবের দাবি ভুয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ জুলাই ॥ শেরপুরের দন্ত চিকিৎসক রতন চন্দ্র দাস (৩৪) কে আটক করা হয়েছে। বুধবার রাতে শহরের বটতলা এলাকায় রতনস ডেন্টাল পয়েন্ট থেকে তাকে আটক করে র‌্যাব। একই সময় মঞ্জুরুল ইসলাম (২৮) ও শুভ চন্দ্র দেব (২৫) নামে তার ২ সহকারীকেও ওই চেম্বার থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব তাদের ‘ভুয়া ডাক্তার’ বলে দাবি করলেও রতনের পরিবার বলছে তার প্রাতিষ্ঠানিক সনদসহ প্র্যাকটিস করার অনুমোদন সংক্রান্ত কাগজপত্র থাকার পরও কেবল একটি বিশেষ চক্রের রোষানলের কারণেই এবারও তাকে আটক হতে হয়েছে। জানা যায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর শহরের বটতলা এলাকায় ওসমান গণি সুপার মার্কেটে থাকা রতন’স ডেন্টাল পয়েন্টে অভিযান চালায়। ওই সময় ডেন্টাল পয়েন্টের পরিচালক দন্ত চিকিৎসক রতন চন্দ্র দাসসহ মঞ্জুরুল ইসলাম ও শুভ চন্দ্র দেব নামে তার ২ সহকারীকে আটক করে নিয়ে যায় তারা। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের তরফ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডিএস’র সনদপত্র ও বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকার পরও রতন চন্দ্র দাস নিজেকে দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় এবং অপর ২ জন ওই কার্যক্রমে তাকে সহযোগিতা করায় তাদের আটক করা হয়েছে। এদিকে ‘ভুয়া দন্ত চিকিৎসক’ দাবির বিষয়টি অস্বীকার করে রতন চন্দ্র দাসের বাবা মন্টু চন্দ্র দাস অভিযোগ করে বলেন, সে (রতন চন্দ্র দাস) গ্রীনভিউ ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির ডেন্টাল বিভাগ হতে পাশ করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক সনদ পেয়ে প্রাইভেট প্র্যাকটিস ও ক্লিনিক স্থাপনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালকসহ জেলা সিভিল সার্জনের লিখিত অনুমোদনক্রমে সংশ্লিষ্ট দফতরের ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স গ্রহণ করে রতন ডেন্টালস পয়েন্ট নামক চেম্বার পরিচালিত করে আসছে।
×