ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় বসল ১৫৭ পাইল

প্রকাশিত: ০৫:২৯, ২১ জুলাই ২০১৮

 পদ্মায় বসল  ১৫৭  পাইল

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মায় একের পর এক পাইলিং আর খুঁটি উঠে যাওয়ার কাজ চলছে। ভরা বর্ষায়ও দ্রুত গতিতে নদীতে চলছে পাইল ড্রাইভের কাজ। এ পর্যন্ত ২৬২ পাইলের মধ্যে ১৫৭ পাইল স্থাপন হয়ে গেছে। অন্যগুলোর কাজ দ্রুত এগুচ্ছে। ১২টা পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। অন্যগুলোর কাজ এগিয়ে যাচ্ছে। পাইল স্থাপনসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। ৬.১৫ কিলোমিটার এই পদ্মা সেতুর দু’প্রান্ত আরও প্রায় দেড় কিলোমিটার করে ৩ কিলোমিটার সংযোগ সেতুর (ভায়াডাক্ট) কাজ চলছে। এ কাজও এগিয়ে চলছে। মাওয়া প্রান্তে ১৭২টি পাইলের সব ক’টিই স্থাপন হয়ে গেছে এবং জাজিরা ১৯৩টি পাইল স্থাপন হয়ে গেছে। মোট ৩৬৫টি পাইল সম্পন্ন হয়েছে। জাজিরা প্রান্তে পাইলের ওপর ৪১টি ক্যাপ বসবে আর মাওয়া প্রান্তে ৩৯টি পাইলের ওপর ক্যাপ বসবে। ক্যাপ বসানোর কাজও এগিয়ে যাচ্ছে। একই গতিতে চলমান রয়েছে স্লাব তৈরির কাজ। স্পানগুলোর মাঝের ফাঁকা জায়গায় স্লাবগুলো বসবে। এই স্লাব ট্রেন চলার জন্য বসবে নিচে আর গাড়ি চলার জন্য বসবে ওপরে। রেল চলাচলের জন্য ৩ হাজার ৫০টি রেলওয়ে বক্স স্লাব বসনো হবে। একই পরিমাণ রোডওয়ে বক্স স্লাব বসানো হবে বিভিন্ন যানবাহন চলাচলের জন্য। ইতোমধ্যে রেলওয়ে বক্স স্লাবের ৫৫০টি স্লাব হয়ে গেছে। রোডওয়ে বক্স স্লাব ১৫টা সম্পন্ন হয়েছে। বাকি স্লাবগুলো তৈরির কাজ চলছে। প্রতিদিনই উভয় সেকশন মিলে ৭-৮টা স্লাব তৈরি হচ্ছে।
×