ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক ২৩-২৫জুলাই

প্রকাশিত: ০৬:০৫, ১৯ জুলাই ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক ২৩-২৫জুলাই

স্টাফ রিপোর্টার ॥ ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে চাঞ্চল্যকর গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আসামি ২৩, ২৪ ও ২৫ জুলাই। এ পর্যন্ত ৪৩ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। বুধবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৯৯তম দিন। আসামি সাবেক সেনা কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে গতকাল তৃতীয় দিনে যুক্তিতর্ক পেশ করে শেষ করেন তার আইনজীবী। এ আসামির পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আইনী পয়েন্টে যুক্তি পেশ করেন। এরপর আসামি আবদুস সালাম পিণ্টুর পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী রফিকুল ইসলাম। আসামিপক্ষের যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় রয়েছে। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।
×