ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নতুন জিওন প্রসেসর উন্মুক্ত করল ইনটেল

প্রকাশিত: ০৪:১৩, ১৬ জুলাই ২০১৮

  নতুন জিওন প্রসেসর উন্মুক্ত করল ইনটেল

প্রাথমিক পর্যায়ের ওয়ার্কস্টেশনের জন্য শুক্রবার নতুন জিওন প্রসেসর উন্মুক্ত করেছে ইনটেল। অপেক্ষাকৃত কম মূল্যের ওয়ার্কস্টেশনগুলোতে শক্তিশালী কার্যক্ষমতা নিশ্চিত করতে ছয় কোরের ‘জিওন ই-২১০০’ প্রসেসরটি উন্মোচন করে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। আগের ‘জিওন ই৩’ প্রসেসর নতুন সংস্করণ হলো ‘জিওন ই’, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। ‘ইনটেল ‘জিওন-ই’ প্রসেসর আনার উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ের ওয়ার্কস্টেশনে দরকারি কার্যক্ষমতা দেয়া ও আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবনী ফর্ম ফ্যাক্টর, নকশা এবং অন্যান্য চাহিদার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা,’ বলেন ইনটেল-এর ডেটা সেন্টার প্রোডাক্ট ম্যানেজমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার জেনিফার হাফস্টেটলার। সৃজনশীল পেশাদারদের চাহিদা মেটাতেই চিপটি নকশা করা হয়েছে বোলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আগের সংস্করণের তুলনায় নতুন প্রসেসরের সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি বেশি রাখা হয়েছে বলে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×