ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পিডিপি ভাঙ্গার চেষ্টার বিরুদ্ধে মেহবুবা

প্রকাশিত: ০৫:০৩, ১৪ জুলাই ২০১৮

পিডিপি ভাঙ্গার  চেষ্টার বিরুদ্ধে  মেহবুবা

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শুক্রবার কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ১৯৮৭ সালের মতো দিল্লী জনগণের ভোটাধিকার খারিজ করার চেষ্টা করে এবং যদি তারা বিভক্তি সৃষ্টি করে তাহলে আমি বিশ্বাস করি যে, ১৯৮৭ সালে যেমন সৈয়দ সালাউদ্দিন ও ইয়াসিন মালিকের জন্ম হয়েছিল, তাই হবে। যদি একই ধরনের কিছু ঘটে এবং হস্তক্ষেপ করা হয়... যদি পিডিপি (পিপলস ডেমোক্র্যাটিক পার্টি) ভাঙ্গার চেষ্টা হয় তার পরিণতি ভয়াবহ হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। মুফতি জোর দিয়ে বলেন, পিডিপি অক্ষত রয়েছে এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে শহীদদের সমাধিক্ষেত্রের বাইরে ১৩ জুলাই শহীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শহীদ কাশ্মীরীদের স্মরণে দেয়া বক্তব্যে মেহবুবা বলেন, কাশ্মীরের জনগণের আস্থা পুনর্বহালের জন্য শহীদদের এখানে সমাধিস্ত করা হয়েছে। আমি এই শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাতে এসেছি ও আমি প্রার্থনা করছি যে, জনগণের অধিকার পুনর্প্রতিষ্ঠায় তারা যে জীবন উৎসর্গ করেছেন তা চির অম্লান থাকবে। এখানেই জম্মু ও কাশ্মীরের জনগণের শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। পিডিপি দলের অন্তত চারজন এমএলএ ও এমএলসি মেহবুবার নেতৃত্ব এবং পারিবারিক সামন্তবাদী ধ্যান-ধারণায় দল চালানোয় তার বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দিয়েছেন। দলের এমএলসি ইয়াসির রেশী বৃহস্পতিবার কাশ্মীরে দুই পরিবারের রাজনীতি বন্ধের আহ্বান জানায়। পরে তাকে বান্দিপুর জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়। দলীয় অসন্তোষ দূর করার প্রথম পদক্ষেপ হিসেবে বিষয়টিকে দেখা হচ্ছে। মেহবুবার বিবৃতির পর জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স দলের সহসভাপতি ওমর আবদুল্লাহ টুইটারে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, পিডিপি ভাঙ্গার চেষ্টার বিরুদ্ধে যদি তিনি কেন্দ্রীয় সরকারকে জঙ্গীবাদ পুনরুজ্জীবনের হুমকি দেন তা হবে তার জন্য সত্যিই সবচেয়ে হতাশাজনক। তিনি হয়ত ভুলে গেছেন, ইতোমধ্যে কাশ্মীরে জঙ্গীবাদ তার প্রশাসনের অধীনে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে পুনর্গঠিত হয়েছে। শুধু ভোট ভাগ করা ছাড়া দিল্লী থেকে তৈরি কোন একটি দলের নিষিদ্ধ হয়ে যাওয়ায় জনগণের মধ্যে কোন প্রকার সাড়া ফেলবে না। যদিও রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের গৃহবন্দী করে রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট থেকে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) বেরিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর মেহবুবা বিচ্ছিন্নতাবাদের হুমকি দিলেন। ২০১৪ সালে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের তিন বছরেরও বেশি সময় পার হওয়ার পর জোট ভেঙ্গে দেয় বিজেপি। জোট ভেঙ্গে দেয়া প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরে বিজেপির মুখপাত্র রাম মাধব বলেন, এই সরকারের সঙ্গে বিজেপির আর জোটবদ্ধ হয়ে থাকা সম্ভব হচ্ছে না। রাজ্যের অবস্থান নিয়ে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় বিজেপি দল আমাদেরকে সরকার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। তাই আমরা সরকার ছেড়ে যাব। এই ঘোষণার কয়েক মিনিট পর মেহবুবা গবর্নর এনএন ভোরার কাছে তার পদত্যাগপত্র দাখিল করেন। এরপর গবর্নরের অনুরোধে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কেন্দ্রের হাতে সরাসরি শাসন নিয়ে নেয় ও গবর্নরের শাসন জারি করে।
×