ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৬শ’ কেজি ওজনের কুমির

প্রকাশিত: ০৬:১২, ১১ জুলাই ২০১৮

৬শ’ কেজি ওজনের কুমির

টানা ৮ বছর ধরে খোঁজার পর অবশেষে ধরা পড়েছে ৬০ বছর বয়সী ৬ শ’ কেজি ওজনের বিশাল একটি কুমির। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা এ তথ্য জানান। ২০১০ সালে অস্ট্রেলিয়ার ক্যাথরিন নদীতে ১৫ ফুটের কুমিরটির সন্ধান পাওয়া যায়। এরপর থেকে কুমিরটিকে ধরতে একের পর এক ফাঁদ পাতা হয়। নর্দার্ন টেরিটরি বন্যপ্রাণী পরিচালনাবিষয়ক প্রধান ট্রেসি ডালডিগ বলেন, নিরাপত্তার কারণে কুমিরটিকে আলাদা রাখা হয়েছে। -এএফপি তেলাপিয়া আমদানি নিষিদ্ধ আফ্রিকার দেশ ঘানায় তেলাপিয়া মাছ বেশ জনপ্রিয় হলেও সম্প্রতি দেশটির সরকার বিদেশ থেকে তেলাপিয়া আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এ নিয়ে মাছ চাষিদের অনেকে খুশি; কারণ, তারা মাছের ভাল দাম পাবেন। অবশ্য অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মাছের ঘাটতি দেখা দেবে বলে। ৩ কোটি লোকের এ দেশে খাবার হিসেবে মাছ বেশ জনপ্রিয়।-বিবিসি
×