ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশিত: ০৪:৪২, ৬ জুলাই ২০১৮

সাত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩-এর ৫৭ (২) ধারায় মিথ্যে অভিযোগ দিয়ে ব্যর্থ হয়ে এবার গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় সাত সাংবাদিকের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মানহানিসহ চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের জব্দ করতে উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ইন্ধনে গৌরনদী মডেল থানায় নরসিংহলপট্টি গ্রামের এক স্কুলছাত্রীকে বাদী বানিয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দেশ জনপদ পত্রিকা, বরিশালের কাগজ, আমাদের বরিশাল, দৈনিক সময়ের বার্তা, দৈনিক বরিশাল সময় ও দৈনিক সকালের বার্তার গৌরনদী প্রতিনিধিদের। নাটকীয় মামলা দায়েরের ঘটনায় বরিশাল, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও কালকিনির সাংবাদিকরা গভীর উদ্বেগসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনায় সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেছেন। সূত্রমতে, চাঁদশী ইউনিয়নের এক ইউপি সদস্য কর্তৃক এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে আটকে রাখার খবর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র আলোচিত হয়। বিষয়টি জানার পরে গৌরনদীর কর্মরত স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করতে ওই বাড়িতে যান। এ ঘটনায় বরিশাল থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় সাংবাদিকদের জব্দ করতে উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ইন্ধনে গত ১ জুলাই স্কুলছাত্রীকে বাদী বানিয়ে গৌরনদী মডেল থানায় সাংবাদিক জহিরসহ সাত সাংবাদিকের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়।
×