ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে নেগেটিভ চরিত্রে আপত্তি নেই ॥ নওশীন

প্রকাশিত: ০৭:০৬, ৫ জুলাই ২০১৮

  চলচ্চিত্রে নেগেটিভ চরিত্রে আপত্তি নেই ॥ নওশীন

নওশীন নাহরিন মৌ। শোবিজ অঙ্গনে আলোচিত এবং পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি চমৎকার উপস্থাপনায় যার সুনাম রয়েছে। শুরুটা আরজে দিয়ে। উপস্থাপিকা হিসেবে শোবিজে পা রাখলেও অভিনেত্রী হিসেবেই তিনি নিজেকে জনপ্রিয় করে করেছেন। নিয়মিতই তিনি অভিনয় করেন নাটক- টেলিছবিতে। একটি সিনেমাও ইতোমধ্যে করেছেন। সদা হাস্যোজ্জ্বল নওশীন দীর্ঘদিন পর আবারও টেলিভিশন উপস্থাপনায় ফিরেছেন। মাঝে টেলিভিশন উপস্থাপনায় বিরতি ছিল। এই দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে মিষ্টি হাসির এই লাস্যময়ী আনন্দকণ্ঠকে বলেন, উপস্থাপনা সব সময়ই করেছি। সেই যে ২০০৭ সাল থেকে শুরু করেছি তা এখনও চলমান। বিশ্বকাপ ফুটবল নিয়ে মাছরাঙা টেলিভিশনে আয়োজিত ‘কিক অফ’ নামের জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখে যাচ্ছে তাকে। তার প্রতিটি পর্বেই আছে বিশেষ চমক। নওশীন সংসার ও ক্যারিয়ার দুইটিতেই বেশ মনোযোগী। শুধু তাই নয়, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘নিউইয়র্ক থেকে বলছি’ শিরোনামের ধারাবাহিক গত ৩০ জুন থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে। ঈদের আমেজ কাটিয়ে আসন্ন কোরবানি ঈদের একটি খ- নাটকে কাজ করছেন। নাটকের নাম চিলেকোঠার সংসার। খ- না ধারাবাহিকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? জানতে চাইলে তিনি বলেন, স্বাচ্ছন্দ্যবোধের বিষয় নয়। চরিত্রটি বিষয়। কোনখানে আমি অভিনয় করে মজা পাচ্ছি। এবং কোন অভিনয়টা দর্শক দেখছে। তবে আমি দুটিতেই ভাল সাড়া পাচ্ছি। গত নবেম্বর মাসে পালকি শিরোনামের একটা সিরিয়াল করেছিলাম নেগেটিভ চরিত্রে। ভূয়সী প্রসংশা এবং বেশ দর্শক রেসপন্স পেয়েছি। আর মানুষ যদি বলে টিভি দেখে না তাহলে ভুল। আমি এমন মানুষদের কাছ থেকে শুনেছি যে তাদের ভাল লেগেছে আমার চরিত্রটি। তাদের ধারা আমি আশাও করিনি তারা টেলিভিশন দেখে। অবশ্যই মানুষ টেলিভিশন দেখে। যেটা তাদের ভাললাগে সেটাই দেখছে। দর্শকরা এখন টিভি থেকে ইউটিউবে নাটক বেশি দেখছে। মিডিয়ার এ পরিবর্তন কিভাবে দেখছেন? ভালভাবেই দেখছি। একটা সময় মানুষ শুধু বিটিভি দেখত এখন অনেক চ্যানেল হয়েছে, তা দেখছে। সবকিছুই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। ডিজিটালভাবে মানুষ এগিয়ে যাবে এটাই আমাদের কাম্য। সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তনশীল। চলচ্চিত্র প্রসঙ্গে- যখন চলচ্চিত্রে আশা উচিত ছিল। তখন আমি চলচ্চিত্রে আসিনি। যখন আসতে চেয়েছি তখন সেই সময়টা শেষ। তবে চলচ্চিত্রে কাজ করব। নায়িকা হতে চাই না, ভাল একজন অভিনেত্রী হতে চাই। এমনকি চলচ্চিত্রে নেগেটিভ চরিত্রে আমার আপত্তি নেই। স্বপ্নের চরিত্র- স্বপ্নের হাজারও চরিত্র রয়েছে নাম বলে শেষ করা যাবে না। তবে ইতিহাস নির্ভর কিছু চরিত্রে কাজ করতে চাই। প্রতিনিয়ত স্বপ্ন দেখি করার। যেখানে অভিনয় করার সুযোগ থাকবে। ডাউন চরিত্র আমার বেশি পছন্দ। আরজে নওশীন নাকি অভিনেত্রী নওশীন, কে বেশি জনপ্রিয়? দুজনই সমানভাবে জনপ্রিয়। যখন আরজে ছিলাম, তখন অসম্ভব জনপ্রিয় ছিলাম। অভিনেত্রী যখন হয়েছি, তখনও জনপ্রিয়। মানুষ এখনও আমাকে চেনে। দুটোই আমার পছন্দের জায়গা। ভবিষ্যত পরিকল্পনা..কাজ করব, সংসার করব- এই তো.. আমি নিজের মতো করে ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব। নম্বর ওয়ান হওয়ার ইচ্ছে কখনই ছিল না আমার। নায়িকা হতে চাই না, অভিনেত্রী হতে চাই। হয়েছি, হচ্ছি, শিখছি। আরও শিখতে চাই।
×