ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দখলমুক্ত হলো রূপালী ব্যাংকের সিবিএ অফিস

প্রকাশিত: ০৪:১৬, ৩ জুলাই ২০১৮

দখলমুক্ত হলো রূপালী ব্যাংকের সিবিএ অফিস

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন যাবত রূপালী ব্যাংকের সিবিএ অফিস অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অবশেষে জাতীয় শ্রমিক লীগের হস্তক্ষেপে দখলমুক্ত হলো অফিসটি। সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সাম্পাদক মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে শ্রমিক লীগের প্রচার সম্পাদক কে এম আজম খসরু, মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্যা নিজে উপস্থিত থেকে অবৈধ দখল মুক্ত করেন। এ সময় তারা কর্মচারীদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। কাবিল-মোস্তাকসহ কিছু উচ্ছৃঙ্খল লোক দখল করে রেখেছিল ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মচারী ইউনিয়নের নির্ধারিত অফিসটি। ২০১৬ সালের ৫ ডিসেম্বর স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে রূপালী ব্যাংকের তৎকালীন সিবিএ নামধারী মোঃ মোস্তাক হোসেন এবং মোঃ কাবিল হোসেন কাজীসহ কতিপয় কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। ফলে ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকারও খর্ব হয়। সঙ্গে সঙ্গে তাদের দ্বারা গঠিত কমিটিও অবৈধ হয়ে যায়। তারপরও গত ০৯.০৯.২০১৭ তারিখে ১৩ সদস্য বিশিষ্ট একটি নামসর্বস্ব কমিটি গঠন করে। এর মধ্যে কাবিল-মোস্তাকসহ চারজন চাকরিচ্যুত ও প্রায় সকলেই পদত্যাগ করার ফলে কোরাম সঙ্কটের দরুন উক্ত সংগঠনের কার্যকারিতা হারায়। তা সত্ত্বেও শুধুমাত্র পেশীশক্তির বলে অবৈধভাবে দীর্ঘদিন যাবত তারা সিবিএ অফিস কক্ষটি দখল করে রাখে। গত ২৭.০৬.২০১৮ তারিখে ওই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম পদত্যাগ করেন এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে তাদের অফিস সিবিএর সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিনকে বুঝিয়ে দেন। এর ফলে দীর্ঘদিন অবৈধভাবে দখলে থাকা অফিসটি দখলমুক্ত হলো। সেই সঙ্গে ব্যাংকের সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এ বিষয়ে পদত্যাগকৃত ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সংগঠনের বৃহৎ স্বার্থে আমি কমিটির বিলুপ্তি ঘোষণা করে শ্রম পরিচালক বরাবর পত্র দেই। সকল কর্মচারী আমাদের সঙ্গে রয়েছেন। আশাকরি বর্তমানে রূপালী ব্যাংক সিবিএ শ্রমিক লীগের প্রত্যাশা পূরণ করতে পারবে।
×