ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মালিতে সন্ত্রাস দমন আন্তর্জাতিক বাহিনীর গাড়িতে হামলা

প্রকাশিত: ০৫:০৫, ১ জুলাই ২০১৮

মালিতে সন্ত্রাস দমন আন্তর্জাতিক বাহিনীর গাড়িতে হামলা

মালিতে আন্তর্জাতিক সন্ত্রাস দমন টাস্কফোর্স জি-৫ সাহেল-এর সদর দফতরে জাতিসংঘের গাড়িতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবারের এই হামলায় দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় এক নেতা একথা জানিয়েছে। -খবর এএফপির। এই শক্তিশালী বোমা হামলায় ভবনের প্রবেশ পথের দেয়াল ধ্বংস হয়েছে। প্রচ--শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ছিটকে ভবনের ভেতরে চলে যায়। আল-কায়েদা সংশ্লিষ্টগোষ্ঠী সাপোর্ট গ্রুপ অব ইসলাম এ্যান্ড মুসলিম টেলিফোনে মৌরিতানিয়ার সংবাদ সংস্থা আল-আখবারের কাছে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গুতেরেস ‘জি-৫ সাহেল জয়েন্ট ফোর্সেস এর সদর দফতর কমপ্লেক্সে’ হামলার নিন্দা জানিয়েছেন। মালিতে পাঁচ জাতির এই বাহিনীতে এটাই প্রথম হামলার ঘটনা। ২০১৭ সালে ফ্রান্সের সহায়তায় এই বাহিনীর ওই ঘাঁটিটি স্থাপন করা হয়। অস্থিতিশীল সাহেল অঞ্চলের অপরাধী চক্র ও জিহাদি চরমপন্থীদের দমনে এটি স্থাপন করা হয়। জি-৫ সাহেল বাহিনীর এক সামরিক সূত্র জানায়, ‘জুমার নামাজের পরপরই এক আত্মঘাতী হামলাকারী ওই গাড়ির বিস্ফোরণ ঘটায়। সেভারে জি-৫ ঘাঁটির সদর দফতরের প্রবেশ পথে এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি ছিল একটি প্রচ--বিস্ফোরণ।’ আঞ্চলিক রাজধানী মোপতির গবর্নর আর বাহিনীর একটি সূত্র জানায়, এই হামলায় বাহিনীর দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে। পরে মালির সরকার জানিয়েছে, নিহত দুই সৈন্য তাদের সশস্ত্র বাহিনীর সদস্য। গবর্নর সিদি আলাসানে তুরে বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা চার জনকে গ্রেফতার করেছি।’ হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানান তিনি।
×