ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কবি শহিদুল ইসলাম নিরবের ‘সুখ দুঃখের পঙ্ক্তিমালা’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৪:১৮, ২৫ জুন ২০১৮

কবি শহিদুল ইসলাম নিরবের ‘সুখ দুঃখের পঙ্ক্তিমালা’ গ্রন্থের প্রকাশনা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘সাহিত্য, শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ স্রোগানে সিরাজগঞ্জের কাজীপুর সাহিত্য পরিষদ ও কৌমুদ সাহিত্য পরিবারের আয়োজনে কবি শহিদুল ইসলাম নিরবের ‘সুখ দুঃখের পঙ্ক্তিমালা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় একই সঙ্গে আরও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য পত্রিকা কৌমুদের কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাজীপুর সাহিত্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ সাহিত্যিক আব্দুল কাদের ওরফে খৈয়াম কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, কবি এসএম আমিনুল ইসলাম, ভয়েস অব কাজীপুরের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আবদুল লতিফ, অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান, কবি ও চলচ্চিত্রকার রাশেদ রেহমান প্রমুখ। পেশায় শিক্ষক ও সাংবাদিক শহিদুল ইসলাম নিরবের ‘সুখ দুঃখের পঙ্ক্তিমালা’ গ্রন্থটি চলতি বছরের একুশে বইমেলায় তিউড়ি প্রকাশনা থেকে বের হয়েছে। ইতোপূর্বে তাঁর আরও ৫টি গ্রন্থ প্রকাশ হয়েছে। তাঁর লেখা ‘মহান মুজিব মনসুর’ কাব্যগ্রন্থ ও ‘রিক্তের প্রেম’ উপন্যাস পাঠক সমাজে সমাদৃত হয়েছে। তিনি পেয়েছেন বঙ্গভূমি সাহিত্য পদকসহ বিভিন্ন সম্মাননা। তার জন্য শুভ কামনা।
×