ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৭.৯৬ শতাংশ

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ জুন ২০১৮

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৭.৯৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭.৯৬ শতাংশ। তবে গত সপ্তাহে ছুটির কারণে দুই কার্যদিবস কম লেনদেন হয়েছে। যার কারণে সার্বিক লেনদেন কমেছে। তবে গড় লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৩১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় দুই হাজার ১২০ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৮০৫ কোটি টাকা বা ৩৭.৯৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৮৭.৭২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১৯ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১.৪৫ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির। আর দর কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। ডিএসইর সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফার্মা এইড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং ও লিগাসি ফুটওয়্যার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ, লিব্রা ইনফিউশন, ফার্মা এইড, আরামিট লিমিটেড, জেএমআই সিরিঞ্জ, এমবে ফার্মা, কোহিনুর কেমিক্যাল, আইসিবি ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্ট, পূরবী জেনারেল, আমান ফিড, এসএমইএল মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়ার, ড্রাগন সোয়েটার, বিডি ওয়েল্ডিং, গ্রামীণফোন ও আইসিবি এমপ্লয়ীজ মিউচুয়াল ফান্ড। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২৬ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৫ পয়েন্টে। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, শেয়ার দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
×