ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীচরে তুচ্ছ ঘটনায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:২৬, ১০ জুন ২০১৮

কামরাঙ্গীচরে তুচ্ছ ঘটনায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের সেকশন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুজ্জামান (২৬) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে সেকশন এলাকায় গোসল করার সময় এই মারামারি হয়। এতে বাবুলসহ কয়েকজন মিলে তাকে আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুরুজ্জামান শরিয়তপুরের পালং উপজেলার দক্ষিণ কেবরনগর গ্রামের আজিজ ফরাজির ছেলে। তিনি কামরাঙ্গীরচরের সেকশন এলাকার ময়না হাজির ফলের আড়তে থেকে ফলের ব্যবসা করতেন। নিহতের চাচা আমির হোসেন জানান, বিকেলে আড়তে কাজ শেষে পাশের একটি হাউসে গোসল করতে যায় নুরুজ্জামান। সেখানে গোসল করার সময় অজ্ঞাত এক যুবকের সঙ্গে তার বাগবিতন্ডার এক পর্যায়ে ওই যুবক নুরুজ্জামানকে মারধর করে। পরে নুরুজ্জামান অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর স্বাভাবিক মৃত্যু দাবি করে আড়তের লোকজন নুরুজ্জামানের মরদেহ নিয়ে যায়। পরে পিটিয়ে হত্যার খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ আড়ত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, বিকেলে আড়তের পাশে একটি পাবলিক টয়লেটে গোসল করতে যায় নুরুজ্জামান। সেখানে গোসল করছিল পাশের আড়তের ব্যবসায়ী বাবুলের ছেলে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। গোসলের সময় বাবুলের ছেলে বালতিতে কাপড় ভেজানোর পরে নুরুজ্জামানও ওই বালতিতে কাপড় ভেজায়। এনিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই যুবক তার বাবা বাবুলকে ডেকে এনে দুজন মিলে নুরুজ্জামানকে মারধর করলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বাবুলের ছেলেকে আটক করা হয়েছে বলেও জানান ওসি শাহিন।
×