ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে আফগান সরকারের সাময়িক অস্ত্রবিরতি

প্রকাশিত: ০৪:১১, ৮ জুন ২০১৮

তালেবানের সঙ্গে আফগান সরকারের সাময়িক অস্ত্রবিরতি

তালেবানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান সরকার। রমজান শেষ হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। ইসলামিক আলেমদের এক বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।আফগান প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছেন যে, তালেবানের সঙ্গে আগামী ২০ জুন পর্যন্ত লড়াই বন্ধ রাখবে। তবে আইএসসহ অন্যান্য জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ইসলামিক আলেমদের এক বৈঠক শেষে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। আলেমরা তালেবান হামলার বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছেন। আলেমরা তালেবানের সঙ্গে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গনি তাদের ডাকে সাড়া দিয়েছেন। টুইটারে গনি লিখেন, এই যুদ্ধ বিরতি হচ্ছে তালেবানদের এটা বোঝার সুযোগ যে, তাদের সহিংস হামলা মানুষের মন জয় করতে পারছে না। বরং তাদের বিচ্ছিন্ন করে তুলছে। দ্য নিউজ। এবার ইফতার আয়োজন করবেন না ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভবনে দীর্ঘদিন ধরেই রমজানে ইফতারের রীতি চলে আসছে। তবে এ বছর থেকে আর ইফতারের আয়োজন করা হবে না বলে রাষ্ট্রপতি ভবন জানিয়েছে। রাষ্ট্রপতির এক অফিসার জানিয়েছেন, শুধু ইফতার নয়, কোনও ধর্মীয় অনুষ্ঠানই আর রাষ্ট্রপতি ভবনে পালিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এ ধরনের সব অনুষ্ঠানই যেহেতু করদাতাদের দেয়া অর্থে করা হয়, তাই ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করে কোন রকম ধর্মীয় অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান বা জয়ন্তিতে দেশবাসীকে নিয়ম মাফিক শুভেচ্ছা বার্তা দেয়া বন্ধ করেননি রাষ্ট্রপতি। -বিবিসি
×