ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ৮ দফা দাবিতে ক্ষেত মজুর সমিতির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৩:২৩, ৩১ মে ২০১৮

নীলফামারীতে ৮ দফা দাবিতে ক্ষেত মজুর সমিতির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ পল্লী রেশনিং চালু করে চাল, আটা, তেল, ডাল, লবন, চিনি, ও কেরোসিনের স্বল্প মূল্যেসহ ৮ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে ক্ষেত মজুর সমিতি। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কালিবাড়ীর হতে ব্যানার, লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা জেলা প্রশাসক খালেদ রহীমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারক লিপি প্রদান করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি শ্রীদাম দাস, সিপিবির জেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি উদাস রায়, মোস্তাক আহমেদ, নূরজ্জামান জোয়ারদার, প্রিন্স চাকলাদার ও রমেন সিংহ প্রমুখ। বক্তরা বলেন,বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৬ কোটি মানুষ ক্ষেত মজুর ও গ্রামীন মজুর। সংখ্যাগরিষ্ট এই জনগোষ্টি সমাজে সবচেয়ে বেশী শোসিত ও বঞ্চিত। অপরদিকে, এনজিও ঋণের যাতাকলে সর্বশান্ত তারা। ক্ষেতমজুর সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, সরকারী বিভিন্ন প্রকল্পের বরাদ্দ কিছু অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ টাউট বাটপারা লুটেপুটে খায়।
×