ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিসরে বিরোধী নেতা আব্দেলাজিম গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ মে ২০১৮

মিসরে বিরোধী নেতা আব্দেলাজিম গ্রেফতার

মিসরের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউটররা রবিবার নির্দেশ দিয়েছেন যে, বরেণ্য বিরোধী রাজনৈতিক নেতা হাজিম আব্দেলাজিমকে ১৫দিনের জন্য আটক করা হয়েছে। বিচারাধীন অবৈধ সংগঠনে যোগ দেয়া ও মিথ্যা খবর প্রকাশের মামলার তদন্ত চলছে বলে বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে। -খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিসরে বেশ কয়েকজন স্বনামধন্য মানবাধিকার কর্মীকে সরকারের সমালোচনা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এজন্য সেখানে বেশ কয়েকটি ছোট ছোট বিক্ষোভ হয়েছে। রাজধানী কায়রোয় নিজ বাড়ি থেকে শনিবার রাতে আব্দেলাজিমকে গ্রেফতার করা হয়েছে বলে পরে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হুসনি মুবারকের এক সময়ের ডেপুটি টেলিকমমন্ত্রী আব্দেলাজিম পরে মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল-সিসির ২০১৪ সালের নির্বাচনী প্রচারাভিযানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন। সে সময় তিনি যুব কমিটির চেয়ারম্যান ছিলেন। আব্দেলাজিম পরে টুইটারে তার অভিজ্ঞতাকে সবচেয়ে বড় পাপ বলে অভিহিত করেন।
×