ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মিসরে এক মাসের জন্য ইউটিউব বন্ধ

প্রকাশিত: ০৫:৩০, ২৮ মে ২০১৮

 মিসরে এক মাসের জন্য ইউটিউব বন্ধ

মিসরে এক মাসের জন্য ইউটিউব বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। হযরত মোহাম্মদ (সা) কে অবমাননা করে এমন একটি ভিডিও রাখায় শনিবার এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক আইনজীবী। ইউটিউবের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন আইনজীবী মোহামেদ হামেদ সালেম। বাদীর বরাত দিয়ে শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘এটি চূড়ান্ত রায়, আপীল যোগ্য নয় এবং প্রয়োগযোগ্য।’ এর আগে ইউটিউব ব্লক করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেয় দেশটির নিম্ন আদালত। কিন্তু এটি প্রয়োগ করা কঠিন হবে বলে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপীল করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। ২০১৩ সালে ইউটিউবের বিরুদ্ধে মামলাটি করেন মিসরীয় আইনজীবী সালেম। ইউটিউব থেকে হযরত মোহাম্মদ (সা) এবং অন্যান্য ইসলাম বিরোধী ভিডিও না সরানো পর্যন্ত ইউটিউব নিষিদ্ধ করার দাবি জানান তিনি। ২০১২ সালে প্রথম এই ভিডিওটি ইউটিউবে চালু হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×