ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি

প্রকাশিত: ০৫:২৮, ২৮ মে ২০১৮

 জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতি বছর জলবায়ু খাতে বাজেটে ৫ শতাংশ হারে বরাদ্দ বাড়াতে হবে। একইসঙ্গে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ত্রাণ বিতরণ, দুর্যোগে সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ আরও বেশি বাড়াতে হবে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ্যাকশন এইড বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশের (আইসিসিসিএডি) যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, আইসিসিসিএডি’র পরিচালক ড. সলিমুল হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মিজান আর খান। ফারাহ কবির বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানুষের ব্যয় ও ঝুঁকি বেড়েছে। তাই এই খাতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। জলবায়ু প্রভাবজনিত কারণে ঋতু পরিবর্তন ঘটছে। অসময়ে বর্ষা, ঝড়-বৃষ্টি হচ্ছে। এতে করে ফসলের ক্ষতি হচ্ছে। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। তাই আগামী বাজেটে জলবায়ুর প্রভাব মোকাবেলায় বরাদ্দ বাড়াতে হবে। বরাদ্দকৃত অর্থ সুষম বণ্টন করতে হবে।’ ড. সলিমুল হক বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হলেও খুব বেশি অর্থ বাংলাদেশ পায়নি। ২০২০ সাল থেকে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া স্বল্পোন্নত দেশগুলো ১০০ বিলিয়ন ডলার পাবে।
×