ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর বেড়েছে ৩৩৩ শতাংশ

প্রকাশিত: ০৭:১৬, ২০ মে ২০১৮

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর বেড়েছে ৩৩৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই ৩৩৩ শতাংশ বা ৩৩ টাকা ৩০ পয়সা দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন শুরু হলেও দিনশেষে ৪৩ টাকা ৩০ পয়সা লেনদেন শেষ হয়। কোম্পানিটির মোট ২২ হাজার ৩০১ বারে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪৪ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৭৫ কোটি। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৭ কোটি ৫০ লাখ। উল্লেখ্য, ইন্ট্রাকো রিফুয়েলিং বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ দশ কোম্পানির প্রথমে রয়েছে। মুনাফা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখবে বে-লিজিং বে লেজিং সব সময় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নতুন নতুন বিজনেস দায়বদ্ধতার মাধ্যমে শেয়ারহোল্ডারদের রেভিনিউ বৃদ্ধির জন্য চেষ্টা করে। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শনিবার ঢাকার (কাকরাইল) বে লেজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভায় বে-লেজিংয়ের ম্যানেজিং ডাইরেক্টর ইফতেখার আলী খান এ সব কথা বলেন। তিনি বলেন, ২০১৭ সাল ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য তাৎপর্য পূর্ণ। আর তার সুবাধে আমরা এই বছর মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছি। -অর্থনৈতিক রিপোর্টার
×