ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আর্টরেসে বিদ্যা সিনহা মিম

প্রকাশিত: ০৪:১০, ১৯ মে ২০১৮

আর্টরেসে বিদ্যা সিনহা মিম

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতায় রাজা চন্দের পরিচালনায় ‘সুলতান’ চলচ্চিত্রে কাজ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রে মিমের সহশিল্পী রয়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। চলচ্চিত্রটি ঈদে বাংলাদেশে মুক্তি দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা পড়ে গেছে। তবে হাজারও ব্যস্ততার মাঝে বিএফডিসিতে ফটোশূট করতে দেখা গেল জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। ঈদ উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস নিজেদের সজ্জিত করছে। আর একটি ফ্যাশন হাউসের মডেল হিসেবে বিএফডিসিতে ফটোশূটে অংশ নেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে মিমের ঢাকা-কলকাতা-ঢাকা করেই ব্যস্ত সময় পার হচ্ছে। এর মধ্যে বিএফডিসিতে ফটোশূটে মিমকে দেখা গেল। জানা গেল ফ্যাশন হাউস আর্টরেসের ফটশূটে অংশ নিতেই এফডিসিতে এসেছেন তিনি। বিদ্যা সিনহা মিম বলেন, আসলে আমি যখন জানলাম আর্টরেস তাদের যাত্রা শুরু করেছে তখন তাদের কালেকশন দেখলাম। আমাদের তরুণ প্রজšে§র জন্য পছন্দের বেশ কালেকশন রয়েছে। আমাকে যখন বলা হলো মডেল হতে তখন বেশ আগ্রহ নিয়েই রাজি হই। অন্যদিকে মিমের সঙ্গে ফটোশূটে অংশ নেন আরেক খল অভিনেতা খালেদ হোসেন সুজন। যিনি কলকাতার রাজা চন্দের ‘বেপরোয়া’ চলচ্চিত্রে খল অভিননেতা হিসেবে আলোচনায় এসেছেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রোশান ও ববি। তবে পিতা তারিক আনাম খান ও পুত্র সুজন খল চরিত্রে অভিনয় করে বেশ আলোচনার জš§ দিয়েছেন। আর ফ্যাশন হাউসের ফটোশূটে খল অভিনেতা ও চিত্রনায়িকার যুগল ফটোশূট একটু বৈচিত্র্যময় ঘটনাই বটে। কেননা এই দুইজন পর্দার বাইরে মডেল হিসেবেও সুখ্যাতি ধরে রেখেছেন। মিম ও সুজন ছাড়াও এ ফটোশূটে চিত্রনায়িকা রাহা তানহা খান, মডেল ও অভিনেতা ও রাজ ম্যানিয়ার পাশাপাশি অংশ নেন বোম্বের ফ্যাশন মডেল ভিনিত চৌধুরী ও দিল্লীর শায়না সিং। ঈদ কালেকশন নিয়ে আর্টরেসের ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী বলেন, আর্টরেস তারুণ্যের সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খুব বেশি দিন হয়নি। যুগের সঙ্গে তাল মিলিয়ে তরুণ-তরুণীদের কাছে বৈশ্বিক ট্রেন্ড আর নিজস্ব ঐতিহ্যের মিশেলে সর্বোচ্চ মানের ফেব্রিকে তৈরি আর্টরেসের পোশাক। এ সময় তিনি আরও জানান রাজধানীর গুলশানের আর্টরেসের শোরুমের পর খুব শীঘ্রই রাজধানীতে নতুন একাধিক শোরুম নিয়ে হাজির হবে আর্টরেস।
×