ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইরাকে নির্বাচনে মোকতাদা আল সদর জোটের জয়

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মে ২০১৮

ইরাকে নির্বাচনে মোকতাদা আল সদর জোটের জয়

ইরাকের সাধারণ নির্বাচনে অভাবিত জয় পেয়েছে দীর্ঘদিন ধরে মার্কিনবিরোধী হিসেবে পরিচিত জনপ্রিয় ধর্মীয় নেতা মোকতাদা আল সদরের নেতৃত্বাধীন জোট। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার পর দেশটির প্রথম এ নির্বাচনে তারা শীর্ষস্থান অর্জনের পথে আছে, ৯১ শতাংশের বেশি ভোট গণণা শেষে জানিয়েছে ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন। ইরান সমর্থিত শিয়া হাদি আল-আমিরির নেতৃত্বাধীন জোট দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির জোট তৃতীয় স্থানে আছে। দেশটির ১৮টি প্রদেশের মধ্যে ১৬টির ভোট গণণা শেষে এ প্রাথমিক ফল পাওয়া গেছে। খবর ইয়াহু নিউজ। স্থানীয় দলগুলোর মধ্যে উত্তেজনার কারণে কুর্দী অধ্যুষিত দোহুক ও জাতিগতভাবে মিশ্র, তেলসমৃদ্ধ কিরকুকের ফল আসতে দেরি হলেও তা সদরের অবস্থানের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব ফেলবে না। এ দুটি প্রদেশে সদরের নেতৃত্বাধীন সাইরুন জোটের কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। সাদ্দাম পরবর্তী জমানায় এবারই দেশটির সাধারণ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের হার ছিল ৪৪ দশমিক ৫২ শতাংশ। ভোট গণনার শুরুতেই বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট হয়। প্রথম ১০টি প্রদেশের মধ্যে সদর ও হাদি নেতৃত্বাধীন উভয় জোটই চারটি করে প্রদেশে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেয়। তবে সবচেয়ে বেশি সংসদীয় আসন থাকা রাজধানী বাগদাদে সদর জোট এগিয়ে গেলে মার্কিনবিরোধী জনপ্রিয় এ ধর্মীয় নেতার বিস্ময়কর জয়ের ক্ষেত্রে সব বাধা অপসারিত হয়। নির্বাচনে অংশ নেয়া বাগদাদের এক প্রার্থীর সরবরাহ করা অনানুষ্ঠানিক ফলে সদরের জোট সারাদেশে ১৩ লাখের বেশি ভোট পেয়েছে বলে জানানো হয়। দ্বিতীয় অবস্থানে থাকা হাদি আল-আমিরির জোট পেয়েছে ১২ লাখেরও বেশি ভোট। আবাদি নেতৃত্বাধীন অংশের বাক্সে গেছে ১০ লাখ ভোট। ভোটের এ হিসেবে সদর, হাদি ও আবাদি জোট ৩২৯ আসনের সংসদে যথাক্রমে ৫৪, ৪৭ ও ৪২টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে।
×