ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনয়শিল্পী তানভীর সামদানীর এগিয়ে চলা

প্রকাশিত: ০৭:১১, ১৫ মে ২০১৮

অভিনয়শিল্পী তানভীর সামদানীর এগিয়ে চলা

স্টাফ রিপোর্টার ॥ তানভীর সামদানী। পুরো নাম তানভীর হোসেন সামদানী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন পুরোদস্তুর ব্যস্ত মেধাবী অভিনয়শিল্পী। নিয়মিতভাবে বিভিন্ন নাট্যদলের হয়ে ব্যতিক্রমী মঞ্চ প্রযোজনায় কাজ করেন। মঞ্চের পাশাপাশি তিনি টিভি নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও নিয়মিতভাবে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রতিনিয়ত নতুন নতুন কাজে সম্পৃক্ত হচ্ছেন। তানভীর হোসেন সামদানী ছোট বেলায় শিশু একাডেমিতে গিটার শেখার মাধ্যমে সংস্কৃতি অঙ্গনে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় এক সময় মঞ্চে নাটকের সঙ্গে যুক্ত হোন। আব্দুল্লাহ-আল-মামুন থিয়েটার স্কুলের কোর্স সম্পন্ন করে থিয়েটার দলে যোগদানের মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে প্রফেশনালি অভিনয়ে কাজ শুরু করেন। এরপর অসংখ্য মঞ্চনাটকে অভিনয় করেছেন তানভীর হোসেন সামদানী। ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদারের পরামর্শ ও নির্দেশনায় এখনও অভিনয় শিখছেন বলে দাবি করেন তিনি। ব্যবসা প্রশাসন বিভাগে স্নাতকোত্তর তানভীর সামদানী। বর্তমানে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত অভিনয় শিল্পী। থিয়েটার দলের সক্রিয় সদস্য ও অভিনেতা হিসেবে কাজ করছেন ২০০৯ থেকে। এছাড়াও ২০১৪ থেকে বঙ্গলোক রেপার্টরী দলের প্রতিষ্ঠাতা সদস্য। থিয়েটার ও বঙ্গলোক দলের হয়ে দেশে-বিদেশে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত থিয়েটার অলিম্পিক ২০১৮ ও রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকীতে অংশ নিয়েছেন তিনি। ২০১৬ থেকে আরডিসি ও বিভিন্ন নাটকের সিরিজে ভয়েস অভিনেতা হিসেবে কাজ করছেন। আব্দুল্লাহ-আল-মামুন থিয়েটার স্কুলের ২০তম ব্যাচে অভিনয়ের এক বছরব্যাপী সার্টিফিকেট (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন করেছেন। ইসলামিক ও মাই টিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে দৈনিক ‘মানবজমিন’ পত্রিকায় প্রিয় মুখ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তানভীর সামদানী অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে আব্দুল্লাহ-আল-মামুন থিয়েটার স্কুল প্রযোজিত ‘সধবার একাদশী’, থিয়েটারের ‘বারামখানা’, ‘মুক্তধারা’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘কুহকজাল’, ‘মায়ানদী’, ‘মেরাজ ফকিরের মা’, শিল্পকলা একাডেমির ‘টার্গেট প্লাটুন’, ‘ক্ষেতমজুর খইমুদ্দীন’, বঙ্গলোকের ‘রূপচাঁন সুন্দরীর পালা’, ‘মর্তের অরসিক’ অন্যতম। মঞ্চ নাটকের পাশাপাশি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তানভীর সামদানী। এর মধ্যে সাপ্তাহিক নাটক ‘বন্ধুত্বে বসবাস’, ‘রসভঙ্গ’ বিটিভিতে, ‘সতর্ক সংকেত’ চ্যানেল ২৪ এ, ঈদের নাটক ‘কালো চিঠি’ এটিএন বাংলায় প্রচার হয়েছে। ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘সিক্সথ সেন্স’ গাজী টিভিতে, পহেলা বৈশাখের নাটক ‘অপেক্ষা’ এনটিভিতে, ধারাবাহিক নাটক ‘জার্সি নম্বর ১০’ চ্যানেল আইতে, ধারাবাহিক নাটক ‘মায়েদের পাঠশালা’ মাছরাঙায়, ‘অনাকাক্সিক্ষত সত্য’ আরটিভিতে, ‘৭টার সংবাদ চ্যানেল ২১’ একুশে টিভিতে, ‘অকাল বোধন’ বিজয়টিভিতে প্রচার হয়েছে। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তানভীর সামদানী। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন রবি ৪.৫জি, প্রাণ মিস্টার ম্যাংগো, বাফেলো পানীয়, সিনজেনটা, টেলিটক ভ্যালু এডেড সার্ভিসেস, টুডে চিনি গুড়া চাল, আর এফ এল সাকশান হোস পাইপ প্রভৃতি। এছাড়া যক্ষা সচেতনতা ফিলারে কাজ করেছেন তানভীর। ‘রাহমা’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটি নির্দেশনা দিয়েছেন লিসা গাজী। যা শীঘ্রই ইউটিউব চ্যানেল এবং আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে। এসএম শাহরিয়ার মকবুলের রচনায়, আর এ রাহুলের নির্দেশনায় ‘আলোর গভীরে’। আর এ রাহুল রচিত ও নির্দেশিত ‘সাপের কান্না’, জাহরিন নাজাহ যুম নির্দেশিত ‘ঘর ভাঙ্গা ঘর’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র তারেক মাহমুদ পরিচালিত ‘চটপটি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে। সব মিলে প্রতিনিয়ত সমৃদ্ধ ক্যারিয়ারের পথে হাটছেন তানভীর। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তানভীর সামদানী বলেন, বিভিন্ন সময় ও বিভিন্ন প্রযোজনায় যেসব শিক্ষক, নির্দেশক এবং লেখক আমকে অভিনেতা হিসেবে নির্বাচিত করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আরও ভাল ভাল নাটক ও চলচ্চিত্রে কাজ করতে চাই। দেশে ও বিদেশের বিভিন্ন প্রযোজনা নিয়মিতভাবে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। তানভীর সামদানী তার প্রতিভা, নিষ্ঠা এবং কাজের প্রতি একাগ্রতার মাধ্যমে এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য শুভ কামনা।
×