ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন বাজেটে এসএমই ফাউন্ডেশনের ৪৩ প্রস্তাব

প্রকাশিত: ০৬:২৫, ৮ মে ২০১৮

নতুন বাজেটে এসএমই ফাউন্ডেশনের ৪৩ প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব বিবেচনা করে এই সেক্টরে আরও উদ্যোক্তা তৈরি এবং এই শিল্পবিকাশের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির কথা বিবেচনা করে আসন্ন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছে ৪৩টি প্রস্তাবনা দিয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। উদ্যোক্তাদের ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতা নিরসনের লক্ষ্যে কোন পণ্যের শুল্ক-কর বৃদ্ধি আবার কিছু পণ্যের শুল্ক-কর হ্রাসের বিষয় নিয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে বলে সোমবার বাজেট প্রস্তাবণাবিষয়ক সভায় জানায় এসএমই ফাউন্ডেশন। বৈদ্যুতিক সরঞ্জামাদি থেকে শুরু করে কৃষি প্লাস্টিক সবই গুরুত্ব পেয়েছে প্রস্তাবনায়। কৃষি ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ সর্বোপরি দারিদ্র্য বিমোচনে কাজ করছে এই ফাউন্ডেশন। গত আট বছর যাবৎ বিভিন্ন প্রস্তাবনা দিয়ে এই সেক্টরগুলোতে উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছে। এ বছরও সহযোগিতাপ্রাপ্ত শিল্পগুলোর কাছ থেকে তিন শতাধিক প্রস্তাব পেয়েছিল যার মধ্যে গুণগত বিবেচনা করে ৫৫টি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর ৪৩টি এনবিআরের কাছে পাঠানো হয় বলেও জানানো হয় সভায়। এবারও এসএমই ফাউন্ডেশন বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির প্রধান উপকরণ পলিকার্বোনেট, প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল প্রাইমারি পলিমার, মেলামাইনের ছাপচিত্রে ব্যবহৃত ট্রান্সফার পেপার, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ মূলধনী যন্ত্রপাতি, পেপার ও পেপার বোর্ড, প্লাস্টি শীটে মুদ্রণে তরল ফ্লেক্সো/গ্রেভার ছাপার কালি, বিভিন্ন জিনিসপত্রে তৈরিতে ব্যবহৃত ইউরিয়া রেজিন ইত্যাদি শুল্ক কর হ্রাসের প্রস্তাব করেছে ফাউন্ডেশন। কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্পে ১ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য। রফতানিমুখী শিল্পের মতো সম্পূর্ণ মওকুফের কথা প্রস্তাব করেছেন। যুক্তি হিসেবে ফাউন্ডেশন মনে করে, এই কৃষি প্রক্রিয়াজাত শিল্পগুলো শ্রমঘন। এই প্রস্তাব যেমন সরাসরি কৃষকদের উপকার করবে তেমনি কর্মসংস্থানের উৎস হয়ে উঠবে। আবার কৃষিজাত পণ্যের রফতানি আয়ে গতি সঞ্চার করবে। এছাড়াও পাঠ্যপুস্তক মুদ্রণে সরবরাহের কার্যাদেশের বিপরীতে মুদ্রণের জন্য আমদানিকৃত কাগজের ওপর শুল্ক হ্রাস প্রস্তাব করেছেন। চামড়া শিল্পের জন্য বিশেষ সুবিধা দেয়ার প্রস্তাবণাও রয়েছে। প্লাস্টিক ও বেজ মেটাল শিল্পগুলির মৌলিক কাঁচামালগুলোর শুল্ক-কর যতদূর সম্ভব নিম্নমুখী করা ও বাজেট প্রণয়নে আমদানির চেয়ে উৎপাদনকে অধিকতর গুরুত্ব দেয়ার জন্য বলা হয়েছে প্রস্তাবনায়। ফাউন্ডেশনের মতে, অনেক পণ্য দেশে মানসম্মতভাবে উৎপাদিত হচ্ছে অথচ প্রতিযোগিতায় টিকতে পারছে না এক্ষেত্রে ন্যূনতম মূল নির্ধারণসহ ন্যূনতম মূল্যবৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক সুইচ, প্লাগ সকেট, সুইস সকেটের যন্ত্রাংশ, এলইডি লাইটের যন্ত্রাংশ, বৈদ্যুতিক ক্যাবলস ক্লিপ, স্টেনলেস স্টিলের তৈরি কব্জা ন্যূনতম মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আর এক্সটেনশন কর্ড ও ফ্যান মোটরের জন্য ন্যূনতম মূল্য স্থির করার কথাও প্রস্তাবনায় আছে। মূল্য সংযোজন করের বিধিবিধান সহজ করার প্রস্তাব করে বলা হয়েছে, মূসকমুক্ত টার্ন ওভার সীমা এবং টার্ন ওভার ট্যাক্স আদায়যোগ্য টার্ন ওভার সীমা বর্ধিত করার প্রস্তাব করছি। বর্তমান টার্নওভার কর সীমা ৮০ লাখ যা থেকে দেড় কোটি করার প্রস্তাব দিয়েছেন। সভায় বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত ধারণা দেন ফাউন্ডেশনের পরামর্শক এনবিআরের সাবেক সদস্য মোঃ সাহাবুদ্দিন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন।
×