ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লেবাননে পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ জোটের জয়

প্রকাশিত: ০৪:৫৪, ৮ মে ২০১৮

লেবাননে পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ জোটের জয়

লেবাননের পার্লামেন্ট নির্বাচনে ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ও এর মিত্র রাজনৈতিক দলগুলো অর্ধেকেরও বেশি আসনে জয়ী হয়েছে বলে ঘোষিত বেসরকারী ফলাফলে জানা গেছে। দেশটির রাজনীতিকরা ও গণমাধ্যম রবিবারের নির্বাচনে বেসরকারী এ ফলাফল তুলে ধরেছে। এতে দেখা গেছে, ব্যাপক অস্ত্রে সজ্জিত ওই শিয়া গোষ্ঠীটির সঙ্গে জোটবদ্ধ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রবিবারের এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। খবর ওয়েবসাইটের। নয় বছর পর অনুষ্ঠিত এ পার্লামেন্ট নির্বাচনের বেসরকারী এ ফলাফল চূড়ান্ত গণনার পর সরকারীভাবে নিশ্চিত হলে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী অবস্থান আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্বে ইরানের কর্তৃত্বকে আরও বিস্তৃত করবে বলে ভাষ্য রয়টার্সের। এর মাধ্যমে ইরানের প্রভাব ইরাক ও সিরিয়া হয়ে বৈরুত পর্যন্ত পৌঁছে যাবে বলে মন্তব্য বার্তা সংস্থাটির।
×