ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

বুড়ো বাপ-বেটার গল্প ১০২ নট আউট

প্রকাশিত: ০৬:৩৩, ৩ মে ২০১৮

বুড়ো বাপ-বেটার গল্প  ১০২ নট আউট

অমিতাভ বচ্চনের বয়স এখন ৭৫ চলছে। এখনও অভিনয় জগতে নিজেকে ব্যস্ত রেখেছেন। বিভিন্ন সিনেমায় চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ তাদের সমাপ্ত অনুষ্ঠানে বলিউডের শতাব্দীর সেরা সুপার স্টার অভিনেতাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয়ার আয়োজন করেছিলেন। কিন্তু অভিনীত মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘১০২ নট আউট’-এর প্রচার কাজে অংশ নেয়ায় কলকাতা আসা সম্ভব হয়নি অমিতাভের। পরে সুযোগ মতো কোন এক সময়ে এসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানজনক ডিলিট উপাধি গ্রহণ করবেন বলে জানিয়েছে তিনি। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত নতুন সিনেমা ১০২ নট আউট।’ এ ছবিতে ১০২ বছর বয়সী একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে রেকর্ড সৃষ্টি করতে চান। বয়স হলেও নিজেকে সতেজ-সজীব প্রাণের মানুষ ভাবতে চান তিনি, সেভাবে জীবনযাপন করেন। চরিত্রটি বিখ্যাত এই অভিনেতার ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা বয়ে এনেছে সন্দেহ নেই। কারণ তেমন বয়সী মানুষের চরিত্রে তার আগে অভিনয় করা হয়নি। যদিও অমিতাভ বচ্চন তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বয়সী বিভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। বলিউডে তার সমসাময়িক অন্য অভিনেতাদের মধ্যে এখন আর কাউকে রুপালি পর্দায় তেমন দেখা যায় না। হঠাৎ তাঁরা উপস্থিত হন বিভিন্ন এ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফ টাইম এ্যাচিভমেন্ট, পুরস্কার গ্রহণের জন্য। তারা অভিনয়ের জগত থেকে অবসর গ্রহণ করলেও অমিতাভ বচ্চন ঠিকই নিজেকে সম্পৃক্ত রেখেছেন অভিনয়ের সঙ্গে। অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন সিনেমায় বৈচিত্র্যের চমক নিয়ে হাজির হচ্ছেন। গত কয়েক বছরে পিকু পিঙ্ক, ব্ল্যাক, সরকার, ভূতনাথ, আলাদিন, পা, তিন পাত্তি, বুড্ডা হোগা তেরা বাপ, সত্যগ্রহ, অমিতাভ, ওয়াজিব, টি থ্রি এন, সরকার থ্রি, প্রভৃতি সিনেমায় তাকে দর্শক দেখেন ব্যতিক্রমী সব চরিত্রে। বয়স্ক মানুষের চরিত্র হলেও একটির সঙ্গে অন্যটির কোন মিল নেই। এখন অবস্থা এমন হয়ে উঠেছে যে বিভিন্ন চিত্রনির্মাতা অমিতাভ বচ্চনকে মাথায় রেখে চরিত্র সৃষ্টি করে চিত্রনাট্য সাজান, তারপর অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন তার কাছে। পছন্দ হলে তিনি অভিনয়ে রাজি হন সেই ছবিতে। বয়সের কারণে হঠাৎ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় তাকে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও কোন সিনেমার শূটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান অমিতাভ বচ্চন। অভিনয় তার মজ্জাগত ব্যাপার হয়ে গেছে যেন। অভিনয় না করে থাকতে পারেন না, অস্বস্তি বোধ করেন, এ জন্য মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান। অনেকবার তিনি কথাগুলো বলব বিভিন্ন জায়গায় বিভিন্নজনের কাছে। বলিউডের জীবন্ত কিংবদন্তি হিসেবে বিবেচিত অমিতাভ বচ্চন সাম্প্রতিক ছবি ১০২ নট আউট। অভিনয় করেছেন দত্তাতারিয়া ডাকারিয়া নামের ১০২ বছর বয়সী এক বৃদ্ধের ভূমিকায়। তিনি পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবন্ত পুরুষ মানুষ হিসেবে রেকর্ড সৃষ্টি করতে চান। তবে এ ক্ষেত্রে একটি সমস্যা হলো, তিনি তার ৭৫ বছর বয়সী পুত্র বাবুলাল ডাকারিয়ার দুঃখী গম্ভীরভাব দূর করার কোন উপায় খুঁজে পান না। কমেডি ড্রামা ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন উমেশ শুক্লা। সৌম্য যোশির লেখা একই নামের মঞ্চনাটক থেকে ‘১০২ নট আউট’ সিনেমার গল্প নেয়া হয়েছে মঞ্চনাটকটি গুজরাট ভাষায় লেখা হলেও সিনেমার জন্য তা সর্বভারতীয় দর্শকদের উপযোগী করে তোলা হয়েছে। মজার ব্যাপার হলো, এ ছবিতে ১০২ বছর বয়সী বৃদ্ধ অমিতাভ বচ্চনের পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের আরেক সহশিল্পী জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। তিনিও বর্তমানে বলিউডে অভিনয় ব্যস্ত। বয়স ৬৫ হলেও ঋষি কাপুর এখনও অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন সিনেমায়। বলা যায় পুত্র রণবীর কাপুরের চেয়েও বেশি দেখা যায় এখন তাকে পর্দায়। অমিতাভ বচ্চন ঋষি কাপুর এক সঙ্গে ম্যালা সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে আজুব ‘নসিব’ অমর আকবর অ্যান্থনি’ কাভি কাভি, চল মুরারি, হিরো বান্নে’ ‘কুলি’, ‘দোস্ত দুশমন’ প্রভৃতির কথা বলা যায়। যৌবনকালে তারা পর্দায় বন্ধু, ভাই কিংবা প্রতিদ্বন্দ্বী কোন মানুষ হিসেবে পর্দায় উপস্থিত হয়ে দর্শকদের আলোড়িত করেছেন। পুরনো সেই সাড়া জাগানো সিনেমাগুলোর কথা দর্শক সহজে ভুলতে পারবেন না। এ্যাংরি ইয়াংম্যানা হিসেবে হিন্দী সিনেমার অঙ্গনে অমিতাভ বচ্চন যখন দাপিয়ে বেড়াচ্ছিলেন তখন ঋষি কাপুর ছিলেন লাভার বয় ইমেজ তুমুল জনপ্রিয়। বৃদ্ধ বয়সে বলিউডে জনপ্রিয় দুই তারকা অভিনেতাকে তাদের উপযোগী চরিত্রে হাজির করার দুঃসাহস দেখিয়েছেন পরিচালক উমেশ শুক্লা। যিনি রাগে ওই মাইগড, অল ইজ ওয়েল, ছবির পরিচালক হিসেবে বেশ সাড়া জাগিয়েছেন। অমিতাভ বচ্চন ঋষি কাপুরকে বাপ-বেটার ভূমিকা দেখার অপেক্ষায় রয়েছেন অগণিত সিনেমা দর্শক। শুধুমাত্র দর্শক সমালোচক সিনেমা বোদ্ধাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়নি, ১০২ নট আউট ছবিটি, বলিউড তারকার এ ছবির ব্যাপারে দারুণ কৌতূহলী হয়েছেন। বলিউডে বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তুর সিনেমার ভিড়ে ভিন্নতর দারুণ চমক নিয়ে আসছে ‘১০২ নট আউট’ ছবিটি দর্শক বিনোদন নতুন মাত্রা যোগ করার পাশাপাশি তাদের মনে নতুন চিন্তা-ভাবনার সূচনা করবে এ ছবি, আশা করা যায়।
×