ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মনন আসাদের ঈদের নাটক ‘একে গুন গুন দুয়ে পাঠ’

প্রকাশিত: ০৪:২২, ২৮ এপ্রিল ২০১৮

মনন আসাদের ঈদের নাটক ‘একে গুন গুন দুয়ে পাঠ’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘একে গুন গুন দুয়ে পাঠ।’ নাটকটি রচনা করেছেন খ্যাতিমান নাট্যকার ও গুণী পরিচালক ফেরদৌস হাসান। নাটকটি পরিচালনা করেছেন এই সময়ে তরুণ ও মেধাবী নির্মাতা মনন আসাদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, নাজিয়া হক অর্ষা, লুৎফর রহমান জর্জ, ওয়ালিউল হক রুমি, সাইকা আহমেদ, স্নিগ্ধা শ্রাবণ, অপু আহমেদ, সুমন আচার্য্য, রিফাত সৌরভ, তুষার খান, নিলয় রহমানসহ আরও অনেকে। নটকটি এই ঈদে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে। নাটকের গল্পসূত্র প্রসঙ্গে নির্মাতা মনন আসাদ বলেন আজকাল আমরা বড়ই আধুনিক হয়ে উঠেছি, আর দিন বদলের সঙ্গে সঙ্গে অধুনা বড়ই আধুনিক হয়েছে আমাদের আধুনিকতা। আর এই আধুনিকতার অপব্যবহার ও অপপ্রয়োগ যার যার সুবিধামতো যত্রতত্র পরিলক্ষিত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে একটা ভয়াবহ গোলমেলে অবস্থা বিরাজ করছে আমাদের সমাজ ব্যবস্থায়। আধুনিকতার এই ধূম্রজাল ও অনভিপ্রেত চালচলনে ঘুন ধরেছে সামাজিক মূল্যবোধে, ঘটছে নৈতিক অবক্ষয়। অবক্ষয়ের এই সর্বগ্রাসী থাবায় ধ্বংস হচ্ছে আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন। উচ্ছৃঙ্খল ও বিপথগামী হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম ও যুব সমাজ। শৈশব থেকে কৈশরে পদার্পণেই তরুণ-তরুণীরা হারিয়ে ফেলছে সঠিক মূল্যবোধ, থাকছে সুস্থ ও স্বাভাবিক জীবনবোধ থেকে অনেক দূরে। ছেলেমেয়েরা তাদের মুরব্বি, বয়োবৃদ্ধ পিতা-মাতা ও প্রবীণদের প্রতি ন্যূনতম মান্যতা ও শ্র্রদ্ধাবোধ দেখানো তো দূরে থাক উল্টো তাদের সঙ্গে বেয়াদবি ও বেপরোয়া আচরণ করে যা অত্যন্ত অমার্জনীয় ও দৃষ্টিকটুও বটে। তরুণ প্রজন্মকে এই সামাজিক মূল্যবোধ এর অবক্ষয় থেকে উত্তরণ ও জীবনবোধ উপলব্ধির নিটল উপমার পটভূমি এই ‘একে গুগুন দুয়ে পাঠ’ নাটকটি। ছোটবেলায় আমরা যখন বাড়িতে একা একা পড়তাম তখন গুন গুন করে পড়তাম কিন্তু যখন পাঠশালার ক্লাসে বন্ধুদের সঙ্গে পড়তাম তখন তালে তাল মিলিয়ে জোরে জোরে (কোরাস) পড়তাম। তেমনিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই যদি ভাল কাজ করি ভাল চিন্তা করি তা হলেই এগোবে বাংলাদেশ, দূর হবে নেশা আর মাদকতা, সম্বিত ফিরে পাবে বিপথগামী তরুণ প্রজন্ম ও যুব সমাজ। কেউ একজন একা জীবনবোধ উপলব্ধি করলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করা সম্ভব নয় ছোট-বড় সকলকেই জীবনবোধের উপলব্ধি করতে হবে। একা একা গুন গুন করে নয় সবাই একযোগে ও একসঙ্গে ভাল ও সঠিক পথে চললে উপলব্ধি হবে জীবনবোধ এগোবে বাংলাদেশ। আর নয় নেশার ককরাল গ্রাস, মুক্তচিন্তায় উদ্ভাসিত যুব ও তরুণ সমাজ। আমরা নদীর বিশাল জলরাশি দেখে উচ্ছলতায় মুগ্ধ হই কিন্তু ব্যথিত চিত্তে একফোঁটা চোখের জলে বিমর্ষ হয়ে যাই। আর যদি ওই একফোঁটা জল কষ্টের না হয়ে আনন্দঅশ্রু তাহলে আবেগে বিমোহিত সমুজ্জ্বল হই। আমাদের চোখ ভিজে টলটল হয়ে উঠুক এক ফোঁটা আনন্দ অশ্রুতে। এ নাটক নির্মাণের মাধ্যমে এমনটাই প্রত্যাশা করা হয়েছে বলে জানান পরিচালক মনন আসাদ।
×