ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এরদোগানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা

প্রকাশিত: ০৪:১১, ২৮ এপ্রিল ২০১৮

এরদোগানের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ হচ্ছে  বিরোধীরা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের আগাম নির্বাচন অনুষ্ঠানের আকস্মিক সিদ্ধান্তের পর তাকে পরাজিত করার লক্ষ্যে সর্বোচ্চ সুযোগ তৈরির জন্য ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিচ্ছে সচরাচর বিভক্ত বিরোধী দলগুলো। -এএফপি। এরদোগান গত সপ্তাহে আগাম নির্বাচনের ঘোষণা দিলে তুর্কি রাজনীতি সম্পর্কে বিশ্বে এক আলোড়নের সৃষ্টি হয়। তিনি বলেন, ২০১৮ সালের ২৪ জুন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশিত তারিখ ২০১৯ সালের ৩ নবেম্বরের এক বছরের বেশি সময় আগে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। এরদোগানের এ ঘোষণায় প্রাথমিকভাবে অভিভূত হয়ে গেছে বিরোধী দলগুলো। তাদের ভাষায় এরদোগান একজন স্বেচ্ছাচারী শাসক এবং এ স্বেচ্ছাচারিতা অবসানের জন্য এ নির্বাচন সর্বশেষ সুযোগ। আগাম নির্বাচন ঘোষণার এক সপ্তাহের কোন সময় পর বিরোধী দলগুলো এরদোগান শাসনের অবসানের জন্য একটি কৌশল গ্রহণে ব্যাপক আলোচনা শুরু করেছে। সংহতি প্রতিষ্ঠার আকস্মিক উদ্যোগে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এ সপ্তাহ শেষে নতুন ডানপন্থী লাইই (শুভ) পার্টির (গুড পার্টি) প্রতি সহযোগিতার উদ্যোগ নিয়েছে। দুই দল বুধবার আবারও বৈঠক করার পর সিএইচপি প্রধান কামাল কিলিকদারোগলু বলেছেন, আমরা যা করে চলেছি তা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে করেছি।
×