ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিএপিএল আইবিবিএল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ০৬:১০, ২৪ এপ্রিল ২০১৮

সিএপিএল আইবিবিএল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) ফান্ডটির ইউনিটপ্রতি লোকাসান (ইপিইউ) হয়েছে দশমিক ৪২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৯ পয়সা। এদিকে, নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত সময়ে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৪৯ পয়সা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত সময়ে ছিল ১০ টাকা ২১ পয়সা। আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ১৩ পয়সা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১০ টাকা ৪৪ টাকা। শিল্পে গ্যাসের দাম ধাপে ধাপে বাড়বে অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যাপটিভ বিদ্যুৎ ও শিল্পে গ্যাসের দাম ধাপে ধাপে বাড়ানো হবে। তবে তা হবে সহনীয় মাত্রায়। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তবে ব্যবসায়ীদের দাবি, এমনিতেই দেশে ব্যবসা পরিচালনার খরচ বেশি। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে ক্ষতিতে পড়বে এই খাত।
×