ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলা নববর্ষে ইশরাত আইভির ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৫:৪২, ২১ এপ্রিল ২০১৮

বাংলা নববর্ষে ইশরাত আইভির ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বরাবরই ব্যতিক্রম উদ্যোগের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন সংস্কৃতিকর্মী ও সমাজসেবক ইশরাত আইভি। এর একাধিকবার তিনি প্রতিবন্ধীদের জন্য সঙ্গীতায়োজন করেন। এ ছাড়া দুস্থ ও অসহায়দের জন্যও নিয়মিত নানা ধরনের সহযোগিতামূলক কাজ করেন তিনি। এই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ভিন্নভাবে বাংলা নববর্ষ উদযাপন করলেন। এদিন রাতে রাজধানীর জিগাতলা ওরফানস হোমে তিনি এতিমদের জন্য রাতের খাবারের আয়োজন করেন। তাদের সঙ্গে তিনি সময় কাটান ও তাদের সুখ-দুঃখের খবরাখবর নেন। এরপর বাংলা নববর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন তিনি। এ সময় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া, নাইম মাহমুদ, ইশরাত আইভি। উপস্থিত ছিলেন নিথর মাহবুব, সাজু আহমেদ রেজাউর রহমান রিজভী প্রমুখ। ঘরোয়া এ আয়োজনটি উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেন। প্রসঙ্গত, ইশরাত আইভির বাবা মহসিন বুলবুল ছিলেন বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। বাবার পথ ধরে তিনি নিজেও এখন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করছেন।
×