ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনেও পুুঁজিবাজারে সূচক কমেছে

প্রকাশিত: ০৬:২৩, ১৩ এপ্রিল ২০১৮

তৃতীয় দিনেও পুুঁজিবাজারে সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফের টানা পতনের দিকে যাচ্ছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এ নিয়ে টানা তৃতীয় দিনে পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। উভয় শেয়ারবাজারের সব সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া উভয় শেয়ারবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫২ ও ২ হাজার ১৮৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৪২ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৪১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৯ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির বা ২২ শতাংশের, কমেছে ২২৮টির বা ৬৭ শতাংশের ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১১ শতাংশের। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, এ্যাডভেন্ট ফার্মা, মুন্নু সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক, লাফার্জ হোলসিম সিমেন্ট, নদার্ন জুট, স্কয়ার ফার্মা ও ইফাদ অটো। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৪, সিএসই-৩০ সূচক ৮৮, সিএসসিএক্স ৪৭ ও সিএসআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫৫, ১৬ হাজার ৪৩৩, ১০ হাজার ৮৩৮ ও ১ হাজার ২১২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি টাকার। সিএসইতে বৃহস্পতিবারে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির বা ২২ শতাংশের, কমেছে ১৫৮টির বা ৬৮ শতাংশের ও অপরিবর্তিত রয়েছে ২২টির বা ৯ শতাংশের দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ এ্যাডভেন্ট ফার্মা, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কেয়া কসমেটিক, লাফার্জ সুরমা সিমেন্ট, ম্যাকসন্স স্পিনিং, বিএসআরএম লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক।
×