ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় চোলাই খেয়ে মৃত অর্ধশতাধিক

প্রকাশিত: ০৫:১৯, ১১ এপ্রিল ২০১৮

ইন্দোনেশিয়ায় চোলাই খেয়ে মৃত অর্ধশতাধিক

ইন্দোনেশিয়ায় ঘরে তৈরি চোলাই মদ পান করে ৫০ জনেরও বেশি লোক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আরও বহু লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। ওই মদ তৈরিতে মশার ওষুধসহ দূষিত বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছিল। এসব মদ তৈরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাজধানী জাকার্তা ও পার্শ্ববর্তী একটি প্রদেশ থেকে অন্তত ১২ জনকে গ্রেফতার করেছে। ওই পানীয়তে প্রাণঘাতী মেথানল উৎপন্ন হয়ে না এর উপাদানগুলোর (যেগুলোর মধ্যে পোকা তাড়ানোর জন্য পরিচিত একটি ওষুধও ছিল) বিষক্রিয়ায় ওই ব্যক্তিরা মারা গেছেন তা পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। -বিবিসি মালয়েশিয়ায় নির্বাচন ৯ মে আসন্ন নির্বাচন উপলক্ষে দলের ইশতেহার ঘোষণা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আগামী ৯ মে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন হবে। দেশটির নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ কথা জানিয়েছে। ৬১ বছর ধরে ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) জোটের জন্য এই নির্বাচন হতে পারে শক্ত পরীক্ষা। বিবিসি। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের তারিখ আগামী ৯ মে ঠিক করা হয়েছে। বিবিসির খবরে জানা যায়, ২৮ এপ্রিল পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া চলবে। প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন ১১ দিন ধরে। কয়েক দিন ধরে চলা বিতর্কের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত শুক্রবার পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করেন।
×