ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সেচ সঙ্কটে বোরো ক্ষেত নষ্ট ॥ বিপাকে কৃষক

প্রকাশিত: ০৪:৪১, ৯ এপ্রিল ২০১৮

কলাপাড়ায় সেচ সঙ্কটে বোরো ক্ষেত নষ্ট ॥  বিপাকে কৃষক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ এপ্রিল ॥ এবছর নতুন করে ৩০ শতক জমিতে বোরোর আবাদ করেছেন কৃষক আসাদুল। তরতর করে বেড়ে উঠেছিল চারাগুলো। শেষ পর্যন্ত শীষ বের হতে সমস্যা হয়। সেচ দেয়ার মতো পানি না থাকায় কিছু ধানের শীষ বের হলেও সব চিটা হয়ে গেছে। আজিমপুর গ্রামের এ কৃষক সেচ ছাড়াও দাবি করছেন তার বীজধান হয়তো বা ভাল ছিল না। একই গ্রামের হাজী মানিক মৃধা জানালেন ছয় বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন। দুই বিঘার ধান নষ্ট হয়ে গেছে। তার দাবি শেষকালে মিঠা পানি ছিলনা। সেচ সঙ্কটে তার ক্ষেতটি নষ্ট হয়ে গেছে। মালা চায়না জাতের ক্ষেতটি সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। এভাবে কালাম ফরাজির ৩০ শতক। ইসমাইল মিয়ার চার বিঘা। নুরুজ্জামানের ২৪ শতক সব নষ্ট হয়ে গেছে। গবাদিপশু দিয়ে খাওয়াচ্ছেন। হাজার চারেক টাকা তার খরচ হয়েছে। অন্তত ৪০ হাজার টাকার ধান পাওয়ার কথা ছিল তার। ফলন তো পায়নি বরং লোকসান উৎপাদন খরচ। এভাবে বহু চাষীর বোরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ বছর এমন কোন ইউনিয়ন নেই যেখানে দুই এক শ’ চাষী বোরোর আবাদ না করেছেন। যেখানে খাল কিংবা পুকুরে পানি ছিল সেখানেই কৃষক বোরোর আবাদ করেছেন। মনসাতলী খালটির দুই পাড়ের অন্তত দুই শ’ কৃষক বোরোর আবাদ করেছেন। পাঁচটি গ্রামের মানুষ দীর্ঘ খালটির সব পানি সেচ দিতে গিয়ে এখন পানিশূন্য হয়ে গেছে খাল। শুকিয়ে খাঁ খাঁ করছে। এখন পানির সঙ্কটে রয়েছেন চাষীরা। কাক্সিক্ষত বর্ষাও আসছে না। চোখের সামনে শত চাষীর বোরো ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এমন কোন ইউনিয়ন নেই এবছর গড়ে দুই এক শ’ চাষী বোরোর আবাদ করেনি। এ বছর বোরোর আবাদ হয়েছে ছয় হাজার এক শ’ ৩৫ একর জমিতে। যা গেল বছরের চেয়ে ১১ গুণ বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান জানান, আসলে এ বছর কৃষক যেখানে খালে, ডোবায় কিংবা পুকুরে মিঠা পানি পেয়েছে সেখানেই বোরোর আবাদ করেছেন। কিন্তু কেউ চিন্তা করেন নি যে, কী পরিমাণ পানিতে কতটুকু বোরোর আবাদ করা যাবে। ফলে একটু সমস্যা হয়েছে। তাদের ধারণা শতকরা সর্বোচ্চ পাঁচ ভাগ জমির ফসল কমবেশি ক্ষতি হতে পারে। কৃষকরা জানান, কিছু ফসল তারা মাত্রাতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে নষ্ট করেছেন। কিছু নষ্ট হয়েছে বীজধানের মান খারাপ হওয়ায়। আর সেচ দিতে না পারায় বেশি পরিমাণ বোরোর ক্ষেত নষ্ট হয়েছে।
×