ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আইটেম গার্ল থেকে চিত্রনায়িকা বিপাশা কবির

প্রকাশিত: ০৭:১১, ২৯ মার্চ ২০১৮

আইটেম গার্ল থেকে চিত্রনায়িকা বিপাশা কবির

২০০৯ সালের লাক্স তারকা বিপাশা কবির। পর্দায় অভিষেকের পর সময় পেরিয়েছে অনেক! শুরুতে ‘তবুও প্রতীক্ষা’, ‘জলছাপ’ ‘সমীকরণ’ সহ আরো পরিচিত নাটকে অভিনয় করে বাংলার দর্শকদের নাম জানান। এরপর বিজ্ঞাপনের মডেল হন হরহামেসা। চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমনের ‘ভালবাসার রং’ ছবিতে প্রথম আইটেম গানের মাধ্যমে বড় পর্দায় নিজের নাম লেখান। এরপর ‘তবুও ভালবাসি’, ‘অন্যরকম ভালবাসা’ ও ‘জটিল প্রেম’, ‘রোমিও ২০১৩’, ‘এর বেশি ভালবাসা যায় না, ‘নিষ্পাপ মুন্না’সহ আরও বেশ কয়েকটি ছবিতে তাকে চমৎকার নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। নাচের সঙ্গে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। ২০১৬ সালে ‘গু-ামী’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বিপাশা। এরপর বাপ্পির বিপরীতে ‘বাজে ছেলে-দ্য লোফার’, সাইমন সাদিকের বিপরীতে ‘খাস জমিন’ শাহরিয়াজের বিপরীতে ‘ক্রাইম রোড’ সহ বেশ কিছু সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন। নায়িকা হিসেবে বিপাশা কবিরের ষষ্ঠ চলচ্চিত্র ‘পাষাণ’ গেল সপ্তাহে মুক্তি পেয়েছে। সম্প্রতি এই ব্যস্ত তারকার সঙ্গে কথা হয় আনন্দকণ্ঠের। বিপাশা অভিনীত নতুন চলচ্চিত্র ‘পাষাণ’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত এই ছবিটি সারাদেশের ১০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ্যাকশন ঘরানার চলচ্চিত্রটিতে বিপাশাকে দেখা যায় মিশা সওদাগরের বোনের চরিত্রে। ‘পাষাণ’ চলচ্চিত্রটিতে বিপাশা কবির যখন অভিনয় শুরু করেন তখন থেকেই এই চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। কারণ বিপাশার অভিনয় জীবনের অন্যতম একটি চলচ্চিত্র এটি। এই চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে বিপাশা পরিস্কার করে বলেন, এই চলচ্চিত্রে আমি সেকেন্ড হিরোইনের ভূমিকায় অভিনয় করেছি। কিন্তু, তার চরিত্রটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। নতুন ছবির খবর বলেন ? বিপাশা , ৪টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। খুব শীঘ্রই শূটিং শুরু“হবে। এ প্রসঙ্গে কেবল একটি কথাই বলব, দর্শকদের জন্য অনেক বড় বড় চমক থাকবে আগামীতে। আপনাকে নিয়মিত আইটেম গানে দেখা যাচ্ছে না? আমি আইটেম গানে নিয়মিত কাজ করছি না। তবে, ভাল আইটেম গান পেলে কাজ করব। আমি এখন চলচ্চিত্র নিয়ে বস্ত্য আছি। এটাই আমার জীবনের প্রথম স্বপ্ন ছিল। আইটেম গানে পারফর্ম করে আমি পরিচিতি পেয়েছি। এটাও কখনও আমি ছাড়তে চাই না। তবে, গানের কথা ও শিল্পী আমার ভাললাগতে হবে। নিজের কাজ থেকে দর্শকদের থেকে কেমন সাড়া পাচ্ছেন? বিপাশা, ‘সাতটি ছবিতে নায়িকা চরিত্রে আমি অভিনয় করেছি। দর্শক আমাকে গ্রহণ করেছে বলেই আমি এতোদূর আসতে পেরেছি। আমি চেষ্টা করে যাচ্ছে ভালভাবে অভিনয় করার। সবার সহযোগিতা পেলে অবশ্যই ভাল কিছু উপহার দিতে পারব। কাকে আইডল হিসেবে দেখেন? আমি মনে করি অভিনয় এবং ডান্স দুটোই আমার উপরওয়ালা প্রদত্ত মেধা। তবে অভিনয়ে অনেক জনকেই আইডল হিসেবে মানি শাবানা ম্যাডামকে, শাবনুর আপুকে আইডল মানি। তাদের অনেক বেশিই মন থেকে মানি। টালিউডে কোয়েল মল্লিকের অভিনয় আমার ভাললাগে। বলিউডের প্রিয়াঙ্কা, দিপীকা এবং হলিউডের এঞ্জেলিনা জলির অভিনয় খুব ভাললাগে। ‘দর্শকদের উদ্দেশে কিছু বলেন। দর্শকরাই তো সব! তাদের ভালবাসায় আমি বিপাশা কবির হতে পরেছি। তাদের জন্যই ভাল কাজ করা। তাদের একটি কথায় বলব, আপনার আগ্রহ করে হলে বেশি বেশি যাওয়া শুরু করুন। সবাই ছবি দেখা শুরু করেন। তা হলে আবার সেই যুগ ফিরে আসবে। তাই একটি কথা বল, সবাই বাংলা ছবি দেখেন ও বাংলা ছবিকে ভালবাসুন।
×