ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাণিজ্যযুদ্ধে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের কৃষি খাত

প্রকাশিত: ০৬:২৪, ২৯ মার্চ ২০১৮

বাণিজ্যযুদ্ধে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের কৃষি খাত

আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যে বেশ এগিয়ে রয়েছে চীন। এই বাণিজ্য ব্যবধান দূর করতে স্টিল ও এ্যালুমিনিয়ামসহ চীনের কিছু পণ্যে শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে মার্কিন পণ্যে শুল্কারোপের হুমকি দেয় বেজিং। ফলে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের কৃষি খাত। ৩ হাজার ৭০০ একর জমিতে সয়াবিন চাষ করেন ডেভিড উইলিয়ামস। বংশপরম্পরায় সয়াবিন চাষের মাধ্যমে জীবনধারণ করে আসছে তার পরিবার। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ ইস্যুতে কিছুটা হতাশ মিশিগান রাজ্যের এই বাসিন্দা। চীনের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যে পূর্বসূরিদের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় আছেন তিনি। যুক্তরাষ্ট্রে উৎপাদিত কৃষিপণ্যের অধিকাংশই রফতানি হয়। ২০১৭ সালে এ থেকে দেশটির আয় প্রায় ১৪ হাজার কোটি ডলার। এর মধ্যে ২ হাজার ১শ’ কোটি ডলারের বেশি কৃষি পণ্য রফতানি হয় চীনে। -অর্থনৈতিক রিপোর্টার
×