ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শিশুদের রোবট তৈরির কর্মশালা শুক্রবার

প্রকাশিত: ০৬:২৩, ২৯ মার্চ ২০১৮

শিশুদের রোবট তৈরির কর্মশালা শুক্রবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে ইউনিসেফ ও ফেসবুকের সহযোগিতায় শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়ের ওপর দেশে প্রথমবারের মতো সচেতনতামূলক ক্যাম্পেন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনস্থলে বাংলাদেশ ইনোভেশন ফোরাম, ইউনিসেফ ও ফেসবুক-এর সহযোগিতায় শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে রোবট শো ও রোবট বানাই শীর্ষক ওয়ার্কশপ। এ আয়োজনে প্রায় ১০ হাজার শিশু-কিশোর উপস্থিত থাকবে বলে আশা করছেন আয়োজকরা। দিনব্যাপী এই আয়োজনে সকাল ১০টা থেকে শুরু হবে রোবট শো। শিশুরা বিভিন্ন রোবটের সঙ্গে সরাসরি কথা বলা, খেলাসহ বিভিন্ন কর্মকা-ে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এছাড়া বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়ার্কশপে শিশুদের ২টি গ্রুপে (প্রথম থেকে চতুর্থ শ্রেণি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী) ভাগ করে পরিচালনা করা হবে। ওয়ার্কশপে শিশুরা নিজেরাই রোবট বানাবে, যেখানে ১০ জন অভিজ্ঞ মেন্টর শিশুদের রোবট বানানোর জন্য যাবতীয় দিকনির্দেশনা দেবেন। বেসিস নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বুধবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে বলেন, বেসিস সদস্যদের তিলে তিলে গড়ে ওঠা একে অপরের মধ্যে ভালবাসার বন্ধনের কাছে, কুচক্রীমহলের চক্রান্ততে জয়ী হতে পারেনি। জয়ী হয়েছে প্রাণের সংগঠনের অস্তিত্ব রক্ষার্থে বেসিস সদস্যদের একযোগে জেগে ওঠা। সিনিয়র নেতা মাহবুব জামান, নির্বাচন কমিশনের চেয়ারম্যান এসএম কামাল ও শোয়েব আহমেদ মাসুদকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয় থেকে গতকালের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করিয়ে, ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি নিয়ে এসেছি।
×