ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দনিয়া পাঠাগারের বর্ণ অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৩:৪২, ২৭ মার্চ ২০১৮

দনিয়া পাঠাগারের বর্ণ অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সংস্কৃতি ডেস্ক ॥ ‘স্বপ্নগুলো গড়বো মনে, বর্ণগুলো আঁকবো রঙে’ স্লোগানে দনিয়া পাঠাগারের উদ্যোগে এ বছরের বর্ণ অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হয়। এবার এ প্রতিযোগিতার ১৮৬ শিশুকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শিশুবন্ধু নাট্যজন লিয়াকত আলী লাকী ও নাট্যজন ঝুনা চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক প্রবন্ধকার মফিদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি নাট্যজন মোহাম্মদ বারী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক (অর্থ) নাট্যজন মীর জাহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালন করেন দনিয়া পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ। সভাপতিত্ব করেন দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ। পুরস্কার বিতরণ শেষে থিয়েটার আর্ট ইউনিটের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক জহির রায়হানের গল্প অবলম্বনে মোহাম্মদ বারীর রূপান্তর ও নির্দেশনায় ‘সময়ের প্রয়োজনে’ মঞ্চস্থ হয় । প্রসঙ্গত ২০০৪ সাল থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে এই বর্ণ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরের প্রতিযোগিতায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৮০ শিশু অংশ নেয়। এবারের প্রতিযোগিতার আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মোঃ মইনুল হক ও মোঃ মহসীন হোসাইন কিশোর।
×