ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত গাড়ি ঢাকার যানজটকে তীব্রতর করছে

প্রকাশিত: ০৬:১৭, ২৪ মার্চ ২০১৮

ব্যক্তিগত গাড়ি ঢাকার যানজটকে তীব্রতর করছে

স্কুলে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ঢাকা শহরে যানজট সমস্যা তীব্র হয়েছে। প্রতি কমিউনিটিতে সমমানের বিদ্যালয় নিশ্চিত করে স্বাচ্ছন্দ্যে হেঁটে যাতায়াতের পরিবেশ তৈরি করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। সম্প্রতি লালমাটিয়ায় অবস্থিত অরণি বিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে ‘হেঁটে যাই বিদ্যালয়, অর্থ-স্বাস্থ্য-পরিবেশ বাঁচাই’ স্লোগানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচী এবং মানববন্ধনে এসব বক্তব্য উঠে এসেছে। কর্মসূচীর অংশ হিসেবে অরণি বিদ্যালয়ের লালমাটিয়া ক্যাম্পাসের তৃতীয় থেকে দশম শ্রেণীর প্রায় ১১০ শিক্ষার্থী এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে। প্র্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় জানা যায়, প্রায় অর্ধেক শিক্ষার্থী হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। তারা জানায়, হাঁটাপথে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এর মধ্যে বেপরোয়া গাড়ি চালানো, গাড়ির হর্ন, বৃষ্টির দিনে গাড়ির চাকা থেকে কাদা ছিটকে কাপড় ময়লা হওয়া, সরু রাস্তায় গাড়ি দেয়ালের দিকে ঘেঁষে চলা, যানজট অন্যতম। তারা হাঁটার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে সহায়ক অবকাঠামো তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। -স্টাফ রিপোর্টার
×