ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে সিএপিএম মিউচুয়াল ফান্ডের

প্রকাশিত: ০৬:০১, ২২ মার্চ ২০১৮

অকারণে দর বাড়ছে সিএপিএম মিউচুয়াল ফান্ডের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের অস্বাভাবিক ইউনিট দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফান্ডটির ইউনিটে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে ফান্ড কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, ফান্ডটির ইউনিটে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ফান্ডটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ইউনিট দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৫ মার্চ থেকে ফান্ডটির ইউনিট দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে ফান্ডটির দর ৯ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর ফান্ডটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর স্পট মার্কেটে লেনদেন শুরু আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার লেনদেন ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্পট মার্কেটে হবে এবং রেকর্ড ডেটের কারণে ২৭ মার্চ লেনদেন বন্ধ থাকবে।
×