ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৬ বছর পর শ্রীলঙ্কা সফর ইংল্যান্ড দলের

প্রকাশিত: ০৬:২৫, ১৬ মার্চ ২০১৮

৬ বছর পর শ্রীলঙ্কা সফর ইংল্যান্ড দলের

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর আগে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেবার মাত্র দুই টেস্ট খেলেছিল। সিরিজটি ড্র হয়েছিল ১-১ সমতায়। ৬ বছর পর আবার উপমহাদেশের এ দ্বীপদেশ সফর করবে ইংলিশরা। আগামী অক্টোবরে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও ১ টি২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ হবে এবার। সবকিছু ঠিক থাকলে ১০ অক্টোবর ডাম্বুলায় দিবারাত্রির ওয়ানডে দিয়ে সফর শুরু হবে ইংলিশদের। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে দিবারাত্রির, একমাত্র টি২০ ম্যাচও হবে রাতে। প্রথম টেস্ট গলে এবং বাকি দুই টেস্ট যথাক্রমে পাল্লেকেলে ও কলম্বোয় অনুষ্ঠিত হবে। ২৩-২৭ নবেম্বর তৃতীয় ও শেষ টেস্টই হবে ইংল্যান্ডের এবার শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ। ২০১২ সালের পর এবার ইংল্যান্ড দল শ্রীলঙ্কায় আসছে। তবে ২০১৬ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইংল্যান্ড সফর করেছিল। ওই সিরিজে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও ১ টি২০ খেলেছিল লঙ্কানরা। সবগুলো সিরিজই জিতে নিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড।
×