ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অফশোর ব্যাংকিংয়ে ঋণ ৪৯ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৪:১৪, ১২ মার্চ ২০১৮

 অফশোর ব্যাংকিংয়ে ঋণ ৪৯ হাজার  কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অফশোর ব্যাংকিং ইউনিট বা ওবিইউয়ের দৃশ্যমান কোন অস্তিত্ব না থাকলেও ব্যাংকগুলো সেই মাধ্যম থেকে ঋণ দিয়েছে ৪৯ হাজার কোটি টাকা। যা দুই বছরে বেড়েছে চার ভাগের একভাগ। আর বিতরণ করা ঋণের মধ্যে সিংহভাগই দিয়েছে বিদেশী প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, এখন থেকেই এ ব্যাপারে কঠোর নজরদারি করা না হলে ভবিষ্যতে তা ব্যাংক খাতে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই শীঘ্রই কেন্দ্রীয় ব্যাংকের সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট বলে একটি শাখা আছে। তবে এ শাখার বাহ্যিক অস্তিত্ব কোথায়- তা খুঁজে পাওয়া ভার। কারণ ১৯৮৫ সালে এ শাখা সংক্রান্ত নীতিমালায় বলা আছে, এটি ইপিজেডগুলোতে কিংবা ব্যাংকের কোন এক কাউন্টারে কিংবা কোন কর্মকর্তার ডেস্কও হতে পারে। কিন্তু এখন ব্যাংকগুলোর বিনিয়োগের অন্যতম অস্ত্র এই ওবিইউ। এই শাখার মাধ্যমে ব্যাংকগুলোর বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।
×