ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পদাতিক উৎসবে ‘কথা ৭১’ আজ

প্রকাশিত: ০৪:০০, ১২ মার্চ ২০১৮

পদাতিক উৎসবে ‘কথা ৭১’ আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে নাটোৎসব। উৎসবের চতুর্থ দিন আজ সোমবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হবে ঢাকা পদাতিক প্রযোজনা ‘কথা ৭১’। প্রীতিশ কুমার বলের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। নির্দেশক জানান, এই নাটকটি একটু ভিন্ন আঙ্গিকে করা। কখনও মঞ্চে, কখনও দর্শকের মধ্যেই নাটকটির মঞ্চায়ন হচ্ছে। নাটকটির গল্প সম্পর্কে তিনি বলেন, নাটকটির সুনির্দিষ্ট কোন গল্প নেই। যখন বাংলাদেশী জাতীয়তাবাদ ও বাঙালী জাতীয়তাবাদে জাতি বিভক্ত, তখন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে বিভ্রান্তিতে আছে। নাটকে দেখা যায়, বাবা প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, কিন্তু ছেলে কোন রাজনীতি করে না। বর্তমান অবস্থায় স্বাধীনতার ভুল ইতিহাস বিশ্বাস করে। বাবা ও ছেলের কথোপকথনের মধ্য দিয়ে নয় মাসের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস বেরিয়ে আসে নাটকটিতে। নাটকের ভেতরেই জানা যায়, সংখ্যালঘু নির্যাতন এবং মর্মান্তিক ধর্মান্তরের কথা। এই নাটকের মাধ্যমেই মুক্তিযোদ্ধারা বার বার ইতিহাসের সত্যের মুখোমুখি হয়। মুক্তিযোদ্ধাদের এই সত্য ইতিহাস যথার্থভাবে উপস্থাপন হয়নি বলেই তরুণদের একটি অংশ আজও বিভ্রান্ত। ‘কথা ৭১’ ইতিহাসের সত্যকে প্রতিষ্ঠিত করারই একটি উদ্যোগ মাত্র।
×