ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুমার বিশ্বজিতের পুরনো গান

প্রকাশিত: ০৩:৫৯, ১২ মার্চ ২০১৮

 কুমার বিশ্বজিতের পুরনো গান

স্টাফ রিপার্টার ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ পুরনো গান নিয়ে নতুন করে শ্রোতাদের কাছে হাজির হবেন। নব্বইয়ের দশকের শুরুতে তিনি বিভিন্ন ক্যাসেটে ভাল কথা ও সুরে যেসব গান করেছিলেন সে গানই নতুন করে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘আমার যত গান’ অনুষ্ঠানে তিনি এমন কয়েকটি গান শ্রোতা-দর্শকের জন্য গাইবেন। সম্প্রতি এ গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে চ্যানেল আইয়ের স্টুডিওতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলরুবা সাথী। আগামী ১৮ মার্চ এটি প্রচার হবে বলে অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুমার বিশ্বজিৎ বলেন, শুধু গানই যে গেয়েছি ‘আমার যত গান’ অনুষ্ঠানে এমনটি নয়, প্রতিটি গানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে স্মৃতিচারণ করেছি, গানের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি। নব্বইয়ের দশকে আমার গাওয়া হারিয়ে যাওয়া কিছু গান গেয়েছি যা নতুন করে দর্শকশ্রোতা শুনতে পাবেন। তবে কী সেই গান তা জানতে হলে অনুষ্ঠানটি দর্শককে দেখতে হবে। অবশ্যই চমক আছে। সেই চমকের অপেক্ষায় থাকতে হবে দর্শককে। এছাড়া আগামী ১৮ মার্চ আইসিডিডিআরবি, ২২ মার্চ ইস্টার্ন ব্যাংক, ২৩ মার্চ গাজীপুরের একটি স্কুলের ১০০ বছর অনুষ্ঠান, ২৪ মার্চ চট্টগ্রামের একটি স্কুলের ১০০ বছরের অনুষ্ঠান এবং ২৬ মার্চ চট্টগ্রামের বিজিএমই আয়োজিত ঢাকায় একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ। অন্যদিকে এবার পয়লা বৈশাখে সোমেশ্বর অলির লেখা এবং আহমেদ হুমায়ূনের সুরে একটি বৈশাখের গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ। চেন্নাইতে গানটির কম্পোজিশনের কাজ চলছে। শীঘ্রই গানটিতে কণ্ঠ দেবেন তিনি।
×